ঝিকরগাছা উপজেলা জামায়াত আয়োজিত এক গণজমায়েতে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বর্তমান রাজনৈতিক সংস্কৃতির তীব্র সমালোচনা করে বলেন, বাংলাদেশে রাজনীতিবিদরা রাজনীতিকে ব্যবসার উপকরণে পরিণত করেছেন। ক্ষমতায় গেলে সাধারণ মানুষের খোঁজ কেউ রাখে না, বরং দুর্নীতির প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার দৃষ্টান্ত তৈরি হয়েছে। তিনি জানান, “আমরা এমন রাজনীতি চাই যা গরীবের, সমতার, মুক্তির এবং ইসলামের পক্ষে দাঁড়াবে।”
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বিএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতাকালে ভিপি কায়েম হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থার সংস্কারের দাবি জানান। তার মতে, হাসপাতালগুলোকে ‘সিন্ডিকেটমুক্ত’ করা জরুরি এবং আমল পরিবর্তন ছাড়া জনগণের চিকিৎসা অধিকার নিশ্চিত হবে না।
জুলাই বিপ্লবকে ‘তরুণ প্রজন্মের নতুন বাংলাদেশ পাওয়ার মুহূর্ত’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, গত ৫৪ বছরেও মানুষের মুক্তি আসেনি। ইনসাফ প্রতিষ্ঠার আগ পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তিনি। তরুণ সমাজ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার ভোটের মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, “যারা আবার নব্য ফ্যাসিস্ট হতে চাইবে, কেন্দ্র দখলের ম্যাকানিজমে ফিরতে চাইবে—তাদের পরিণতি ভয়াবহ হবে।”
তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনাকে এখনো দায়মুক্তি দেওয়ার চেষ্টা চলছে। “খুনি হাসিনার রাজনীতি বাংলাদেশে আর চলবে না,” বলে তিনি মন্তব্য করেন। তার মতে, বাংলাদেশের রাজনীতি করবে শুধুমাত্র বাংলাদেশপন্থীরা।
জুলাই আন্দোলনে নিজেদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, খুনি হাসিনার সরকার তাদের ‘রাজাকার’ ট্যাগ দিয়ে আন্দোলন দমন করতে চেয়েছিল এবং আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পরও হামলা চালানো হয়। তিনি যশোর-২ আসনের প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদকে ‘জুলাইয়ের যোদ্ধা’ উল্লেখ করে বলেন, স্বপ্নের চৌগাছা-ঝিকরগাছা গড়তে ফরিদের প্রয়োজন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, যশোর-৩ আসনের প্রার্থী আব্দুল কাদের এবং যশোর-১ আসনের প্রার্থী আজিজুর রহমান। সভার সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা আমীর আব্দুল আলিম। বক্তব্য দেন যশোর জেলা পশ্চিমের মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াত সেক্রেটারি নজরুল ইসলাম ও শিবির নেতা খালিদ বিন খলিল।






















