ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় মেলায় বিএনপি নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল, তদন্তের নির্দেশ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৪৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ৫১৮ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একটি মেলায় স্টল থেকে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় বিএনপি নেতা সুখরঞ্জন ওরফে ধলুর বিরুদ্ধে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে সাদুল্লাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির এই সভাপতিকে দোকান থেকে টাকা তুলতে দেখা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অনিমেষ গাইন।

ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় ওঠে। অনিমেষ গাইন বলেন, ভিডিওতে ধলুকে স্টল থেকে টাকা নিতে দেখা গেছে। দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কার্তিক পূজা উপলক্ষে গত ১৮ নভেম্বর নৈয়ারবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া এই মেলা শুক্রবার শেষ হয়। খোঁজ নিয়ে জানা যায়, মেলা আয়োজন কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা ধলুর নেতৃত্বে একটি দল স্টলপ্রতি ৫০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করেছে। এছাড়া জেনারেটর ব্যবহারের জন্য দোকানপ্রতি ৩০০ টাকা নিয়েছে ধলুর ছেলে উত্তম, এমন অভিযোগ রয়েছে।

মেলার কয়েকজন স্টল মালিক জানান, চাঁদা না দিলে দোকানে হামলার হুমকি দেওয়া হয়। ফুচকা বিক্রেতা পুলিন মৃধা বলেন, তার দুই স্টল থেকে মোট ৫,৫০০ টাকা নেওয়া হয়েছে। কসমেটিকস ব্যবসায়ী আকাশ অধিকারীর অভিযোগ—আগে স্টল মালিকরা স্বেচ্ছায় কিছু টাকা দিত, এখন জোর করে ৫০০ থেকে ৬,০০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

চায়ের স্টল মালিক লক্ষ্মী বিশ্বাস বলেন, ‘এ মেলায় আর কোনোদিন আসব না। আমাদের ওপর জুলুম করা হয়েছে। সামান্য দোকান থেকেও ৫৫০ টাকা চাঁদা নিয়েছে।’

অভিযোগের বিষয়ে সুখরঞ্জন ধলু ও শিক্ষক বাসুদেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

ভাঙ্গারহাট নৌ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এমদাদুল হক জানান, মেলার জন্য কোনো পুলিশি অনুমতি নেওয়া হয়নি। কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

কোটালীপাড়া ইউএনও সাগুফতা হক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মেলা করতে হলে জেলা প্রশাসনের অনুমতি প্রয়োজন। চাঁদাবাজির অভিযোগ তদন্ত করে দেখা হবে।

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে: বিশেষজ্ঞদের আশঙ্কা বড় ধ্বংসের

কোটালীপাড়ায় মেলায় বিএনপি নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল, তদন্তের নির্দেশ

আপডেট সময় ০৯:৪৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার একটি মেলায় স্টল থেকে চাঁদাবাজির অভিযোগে স্থানীয় বিএনপি নেতা সুখরঞ্জন ওরফে ধলুর বিরুদ্ধে তীব্র সমালোচনা তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে সাদুল্লাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির এই সভাপতিকে দোকান থেকে টাকা তুলতে দেখা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অনিমেষ গাইন।

ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় ওঠে। অনিমেষ গাইন বলেন, ভিডিওতে ধলুকে স্টল থেকে টাকা নিতে দেখা গেছে। দলের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কার্তিক পূজা উপলক্ষে গত ১৮ নভেম্বর নৈয়ারবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া এই মেলা শুক্রবার শেষ হয়। খোঁজ নিয়ে জানা যায়, মেলা আয়োজন কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা ধলুর নেতৃত্বে একটি দল স্টলপ্রতি ৫০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করেছে। এছাড়া জেনারেটর ব্যবহারের জন্য দোকানপ্রতি ৩০০ টাকা নিয়েছে ধলুর ছেলে উত্তম, এমন অভিযোগ রয়েছে।

মেলার কয়েকজন স্টল মালিক জানান, চাঁদা না দিলে দোকানে হামলার হুমকি দেওয়া হয়। ফুচকা বিক্রেতা পুলিন মৃধা বলেন, তার দুই স্টল থেকে মোট ৫,৫০০ টাকা নেওয়া হয়েছে। কসমেটিকস ব্যবসায়ী আকাশ অধিকারীর অভিযোগ—আগে স্টল মালিকরা স্বেচ্ছায় কিছু টাকা দিত, এখন জোর করে ৫০০ থেকে ৬,০০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

চায়ের স্টল মালিক লক্ষ্মী বিশ্বাস বলেন, ‘এ মেলায় আর কোনোদিন আসব না। আমাদের ওপর জুলুম করা হয়েছে। সামান্য দোকান থেকেও ৫৫০ টাকা চাঁদা নিয়েছে।’

অভিযোগের বিষয়ে সুখরঞ্জন ধলু ও শিক্ষক বাসুদেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

ভাঙ্গারহাট নৌ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এমদাদুল হক জানান, মেলার জন্য কোনো পুলিশি অনুমতি নেওয়া হয়নি। কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

কোটালীপাড়া ইউএনও সাগুফতা হক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মেলা করতে হলে জেলা প্রশাসনের অনুমতি প্রয়োজন। চাঁদাবাজির অভিযোগ তদন্ত করে দেখা হবে।