শুধু নিজের নয়, বিপক্ষের যুক্তিও বুঝতে হবে: খেলাফত মজলিস
জুলাই-বিপ্লব পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বিন্যাস কেমন হবে—এ নিয়ে এখনো বিভিন্ন মহলে প্রক্রিয়াগত মতভেদ রয়েছে। এই মতবিরোধকে স্বাভাবিক উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের এক দায়িত্বশীল নেতা বলেছেন, একই আন্দোলনের অংশীজনদের মধ্যেও চিন্তা–দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতেই পারে।
তিনি বলেন, “আমরা প্রত্যেকে নিজের মতো করে ভাবছি, পরামর্শ করছি। কিন্তু সবাই আমাদের মতো ভাববে—এমন প্রত্যাশা করা ভুল। জুলাই-সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার পথনির্ধারণ নিয়েও বিভিন্ন মত আছে। একইভাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেও আছে নানা বিশ্লেষণ ও যুক্তি।”
তিনি আরও বলেন, “আমরা শুধু নিজের যুক্তি বোঝাতে চাই, কিন্তু বিপক্ষের যুক্তি বোঝার ক্ষেত্রে অনেকেই কার্পণ্য করি। অথচ প্রকৃত সমাধানের জন্য অন্যের যুক্তি আন্তরিকভাবে বুঝতে চেষ্টা করাই উচিত।”
তিনি সব পক্ষকে সম্মান বজায় রেখে মতামত দেওয়া, সমালোচনা করা ও বিতর্ক করার আহ্বান জানান। তার ভাষায়, “পক্ষে-বিপক্ষে যুক্তি থাকতে পারে, কিন্তু কাউকে হেয় করা বা ছোট করা কখনোই গ্রহণযোগ্য নয়।”
এ সময় তিনি বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিস ও ছাত্র মজলিসের সকল পর্যায়ের দায়িত্বশীলদেরকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি বলেন, “শৃঙ্খলা ভঙ্গ বা দায়িত্বহীন আচরণ ঘটলে অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে।”
























