চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ইফতেখার রাহাত ও আবিদুল হাসান নামে চাচা-ভাতিজার করুণ মৃত্যু হয়েছে। রবিবার ভোর রাত ৪টার দিকে থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতের বেলায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চাচা আবিদুল হাসান। তাকে তাৎক্ষণিকভাবে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায় ভাতিজা ইফতেখার রাহাত। সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আবিদুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে দুর্ভাগ্যজনকভাবে তারা দুর্ঘটনার শিকার হন।
ফেরার সময় তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ইফতেখার রাহাত। আর গুরুতর আহত আবিদুল হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।




















