জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীতি ও রাজনৈতিক আদর্শবিরোধী অবস্থান নেওয়ার অভিযোগে সাময়িক বহিষ্কৃত ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়ার প্রচার সচিব ফাইয়াজ ইফতি এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দলটির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, “যাদের কাছে বাউলের সম্মান বেশি—এমন খোদাদ্রোহীদের বয়কট করুন।”
তিনি লেখেন, ব্যক্তিগত ফেসবুক পোস্ট নিয়ে দলীয় সিদ্ধান্ত গ্রহণের কোনো যৌক্তিকতা নেই। জামায়াত বা বিএনপি—যেই ভালো কাজ করে, সে বিষয়ে পোস্ট দেওয়া তার ব্যক্তিগত মতামত; প্রয়োজন হলে সমালোচনাও করেন। তাই তাকে ‘জামায়াত–শিবির ট্যাগিং’ করার প্রয়োজন নেই।
ইফতি দাবি করেন, এনসিপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে মূলত আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তিকারীর পক্ষে দলীয় বিবৃতির প্রতিবাদ জানানোর কারণে। অথচ দলটি বলছে এটি রাজনৈতিক বিষয়ে মতপার্থক্যজনিত। তিনি বলেন, “আগে থেকে জামায়াতসহ বিভিন্ন দল নিয়ে পোস্ট দিই—তখন তো কেউ কিছু বলেনি। এখন হঠাৎ বহিষ্কার—মানুষ দুইয়ে দুইয়ে চার মিলাতেই পারে।”
তার আরও অভিযোগ, দলের পক্ষ থেকে নারী নেতৃত্ব প্রসঙ্গে তার আইডি থেকে একটি মন্তব্য নিয়ে প্রশ্ন তুললেও একই সময়ে আরও বিতর্কিত মন্তব্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বহিষ্কারে উল্লসিত ইফতি লিখেছেন, “আমার কাছে সবার আগে ইসলাম, আল্লাহ ও তাঁর রাসূল। এ নীতির প্রশ্নে আমি কারও সঙ্গে আপস করব না। তাই এই বহিষ্কার পেয়ে আলহামদুলিল্লাহ বলেছি।”
তিনি আরও বলেন, ধর্মীয় অবমাননাকারীর পক্ষে বিবৃতি দেওয়া কোনো দলের সঙ্গেই তিনি থাকতে চান না। পোস্টের শেষে তিনি আহ্বান জানান, “যাদের কাছে আল্লাহ তাআলার সম্মানের চেয়ে বাউলের সম্মান বেশি—এমন খোদাদ্রোহীদের বয়কট করুন।”























