টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে পদত্যাগ করেছেন দলের একাধিক নেতা। সোমবার (২৪ নভেম্বর) রাত থেকে সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুসহ প্রায় ২০ জন গুরুত্বপূর্ণ নেতা পদত্যাগ করেছেন।
দলটির একটি সূত্র জানিয়েছে, পদত্যাগের এই সংখ্যা অচিরেই ২০০ ছাড়িয়ে যেতে পারে। পদত্যাগের কারণ হিসেবে সখীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল বাছেদ মাস্টার উল্লেখ করেছেন, আহমেদ আজম খান মুক্তিযোদ্ধা আবদুল খালেক মণ্ডলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন, দলের ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছেন।
পদত্যাগকারী নেতাদের মধ্যে সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান সাজু, সাধারণ সম্পাদক আবদুল বাছেদ মাস্টার, সহ-সভাপতি আব্দুল মান্নান, উপজেলা সদস্য আশরাফুল ইসলাম বাদল, গজারিয়া ইউনিয়ন সভাপতি আব্দুর রউফ, বহুরিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক লতিফ মিয়া প্রমুখ রয়েছেন।























