টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খানের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগে একযোগে বিএনপির ১১ জন নেতা পদত্যাগ করেছেন। সোমবার গভীর রাতে পাঁচজন এবং মঙ্গলবার বেলা ৫টার আগে ছয়জন তাদের পদত্যাগপত্র ফেসবুকে প্রকাশ করেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন সম্প্রতি অব্যাহতি পাওয়া উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, সহ-সভাপতি আব্দুল মান্নান এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা। শাজাহান সাজু জানিয়েছেন, আহমেদ আযম খান দলের নিজস্ব নেতাকর্মীদের বাদ দিয়ে ভোট পাওয়ার আশায় আওয়ামী লীগ নেতাদের প্রাধান্য দিচ্ছেন।
তিনি বলেন, “গত ১৭ বছর দলের জন্য জেল জুলুম সহ্য করেছি। কিন্তু এখন দলের স্বৈরাচারী আচরণে আমরা অপমান বোধ করছি। আমরা আহমেদ আযম খানের মনোনয়ন বাতিলের দাবি করছি। তা না হলে আরও দুই শতাধিক নেতা পদত্যাগ করবেন।”
অন্যদিকে, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন অভিযোগ করেছেন, পদত্যাগকারীরা পরিকল্পিতভাবে আহমেদ আযম খানকে বিতর্কিত করার চেষ্টা করছেন।
আহমেদ আযম খান বিষয়টি অস্বীকার করে বলেছেন, “বিএনপি ও জনগণ ঐক্যবদ্ধ। কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না। আমাদের বিজয় সুনিশ্চিত।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ পদত্যাগ সখীপুরে বিএনপির রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।























