ঢাকা ০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন বিতর্ক প্রমাণ করে বিএনপি বড় দল: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৫৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বিভিন্ন আসনে মনোনয়ন নিয়ে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তা স্বাভাবিক এবং এগুলোই প্রমাণ করছে যে বিএনপি একটি বড় ও শক্তিশালী দল। তিনি উল্লেখ করেন, বিএনপি নির্বাচনে এগিয়ে আছে এবং আগামী নির্বাচনে আরও এগিয়ে থাকবে।

ফখরুল বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রক্রিয়া এগোচ্ছে, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এবং রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীর মনোনয়ন দিয়েছে। তাই বিএনপি আশাবাদী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে কোনো ঝামেলা ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম পোর্ট বেসরকারিভাবে হস্তান্তর সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমান সরকার যা দেশের জন্য ভালো মনে করেছে, তা দিয়েছে। ক্ষমতায় এলে বিএনপি দেশের জন্য যা ভালো মনে করবে, তাই করবে। ফখরুল বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন আসনে মনোনয়ন বিতর্ক এবং প্রত্যাহারের ঘটনাকে নদীর স্রোতের মতো বিবেচনা করতে হবে—এগুলো দলের শক্তি ও জনপ্রিয়তার প্রমাণ।

সভায় জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক ইউসুফ আলির সভাপতিত্বে বক্তব্য দেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল হালিম, বারের পিপি অ্যাডভোকেট সারওয়ার হোসেন, আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মকদুম সাব্বির প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

‘দিল্লির মসনদ’ জ্বালিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

মনোনয়ন বিতর্ক প্রমাণ করে বিএনপি বড় দল: মির্জা ফখরুল

আপডেট সময় ০৬:৫৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বিভিন্ন আসনে মনোনয়ন নিয়ে যে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তা স্বাভাবিক এবং এগুলোই প্রমাণ করছে যে বিএনপি একটি বড় ও শক্তিশালী দল। তিনি উল্লেখ করেন, বিএনপি নির্বাচনে এগিয়ে আছে এবং আগামী নির্বাচনে আরও এগিয়ে থাকবে।

ফখরুল বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রক্রিয়া এগোচ্ছে, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এবং রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীর মনোনয়ন দিয়েছে। তাই বিএনপি আশাবাদী, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে কোনো ঝামেলা ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম পোর্ট বেসরকারিভাবে হস্তান্তর সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমান সরকার যা দেশের জন্য ভালো মনে করেছে, তা দিয়েছে। ক্ষমতায় এলে বিএনপি দেশের জন্য যা ভালো মনে করবে, তাই করবে। ফখরুল বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন আসনে মনোনয়ন বিতর্ক এবং প্রত্যাহারের ঘটনাকে নদীর স্রোতের মতো বিবেচনা করতে হবে—এগুলো দলের শক্তি ও জনপ্রিয়তার প্রমাণ।

সভায় জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক ইউসুফ আলির সভাপতিত্বে বক্তব্য দেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল হালিম, বারের পিপি অ্যাডভোকেট সারওয়ার হোসেন, আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক মকদুম সাব্বির প্রমুখ।