ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি’র মনোনয়ন বিতর্ক স্বাভাবিক, দল এগিয়ে: মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫৭৮ বার পড়া হয়েছে

 

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় মনোনয়ন নিয়ে যে বিক্ষোভ হচ্ছে তা স্বাভাবিক এবং এতে কোনো অসুবিধা নেই। তিনি জানান, বৃহৎ একটি দলের প্রতিটি আসনে চার-পাঁচজন প্রার্থী মনোনয়ন চাইবে, যা অতীতেও হয়েছে। ফখরুল বলেন, ‘দল পিছিয়ে যাচ্ছে না, বরং বিএনপি অন্য দলের তুলনায় অনেক এগিয়ে।’

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলা আইনজীবি সমিতিতে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘দেশে এখন নির্বাচনের আবহ তৈরি হয়েছে। দলগুলো নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের পথে এগোচ্ছে। আমরা আশা করি কোন ধরণের ঝামেলা ছাড়া জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি বা মধ্যবর্তী সময়ে অনুষ্ঠিত হবে।’

মতবিনিময় সভায় ফখরুল আরও বলেন, ‘দেশের গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন রক্ষায় আইনজীবীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মকদুম সাব্বির মৃদুলসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।


 

জনপ্রিয় সংবাদ

আগামীকাল সংসদ ভবনে শহিদ ওসমান হাদির জানাজা, নিরাপত্তা নির্দেশনা জারি

বিএনপি’র মনোনয়ন বিতর্ক স্বাভাবিক, দল এগিয়ে: মির্জা ফখরুল

আপডেট সময় ০৬:৫৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

 

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় মনোনয়ন নিয়ে যে বিক্ষোভ হচ্ছে তা স্বাভাবিক এবং এতে কোনো অসুবিধা নেই। তিনি জানান, বৃহৎ একটি দলের প্রতিটি আসনে চার-পাঁচজন প্রার্থী মনোনয়ন চাইবে, যা অতীতেও হয়েছে। ফখরুল বলেন, ‘দল পিছিয়ে যাচ্ছে না, বরং বিএনপি অন্য দলের তুলনায় অনেক এগিয়ে।’

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলা আইনজীবি সমিতিতে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘দেশে এখন নির্বাচনের আবহ তৈরি হয়েছে। দলগুলো নিজেদের প্রার্থী ঘোষণা করেছে। বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণের পথে এগোচ্ছে। আমরা আশা করি কোন ধরণের ঝামেলা ছাড়া জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি বা মধ্যবর্তী সময়ে অনুষ্ঠিত হবে।’

মতবিনিময় সভায় ফখরুল আরও বলেন, ‘দেশের গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন রক্ষায় আইনজীবীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মকদুম সাব্বির মৃদুলসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।