রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
২৩ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে। আজ সেই অনুযায়ী রায় দেওয়া হলো।এই বছরের জানুয়ারিতে রাজউকের প্লট বরাদ্দসংক্রান্ত দুর্নীতির অভিযোগে ছয়টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে তিনটির বিচারকাজ শেষ হওয়ায় আজ রায় ঘোষণা করা হলো। বাকি মামলাগুলো এখনও বিচারাধীন।
শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যসহ ২২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
গত ১০ নভেম্বর তিন মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয় এবং ১৭ নভেম্বর আত্মপক্ষ শুনানিতে খুরশীদ আলম নিজেকে নির্দোষ দাবি করেন।
এর আগে ৩১ জুলাই এ তিন মামলাসহ মোট ছয় মামলায় শেখ হাসিনা, তাঁর ছোট বোন শেখ রেহানা, রেহানার সন্তান টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. শহীদ উল্লাহ খন্দকারসহ রাজউকের বিভিন্ন পদে থাকা আরও একাধিক কর্মকর্তা।




















