ফেনীর দাগনভূঞা উপজেলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান আয়োজন করে স্থানীয় সিলোনীয়া মডেল শাখা, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্র শিবিরের আবু হানিফ হেলাল। স্থানীয় আল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত অনুষ্ঠান পরিচালনা করেন দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিলোনীয়া মডেল শাখা ছাত্র শিবিরের সভাপতি তানভীর বিন মিশকাত, সেক্রেটারি মো. ছামি এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, যেখানে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।




















