ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির ছয় দিনের কর্মসূচি ঘোষণা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৫৬৩ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিএনপি নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক ছয় দিনের কর্মসূচি ৭ থেকে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি বাস্তবায়নে রুহুল কবির রিজভীর নেতৃত্বে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কর্মসূচির প্রথম দিন ৭ ডিসেম্বর উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ৮ ডিসেম্বর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ৯ ডিসেম্বর নজরুল ইসলাম খান, ১০ ডিসেম্বর মির্জা আব্বাস, ১১ ডিসেম্বর পুনরায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১৩ ডিসেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরী উদ্বোধন করবেন।

বৃহত্তর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী এবং সদস্যসচিব হাবিব উন নবী খান সোহেল। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আছেন ডা. জিয়াউদ্দিন হায়দার, মাহদী আমীন, আমিনুল হক, নিপুণ রায় চৌধুরী, আবদুস সাত্তার পাটোয়ারি, শাহেআলম, আবদুল মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, এস এম জিলানী, রাজীব আহসান, হাসান জাফির তুহীন, শহীদুল ইসলাম বাবুল, রাকিবুল ইসলাম, নাছির উদ্দীন নাছির, সেলিম রেজা, কাজী আবুল হোসেন, ড. সাইমুম পারভেজ, ড. আবদুল মজিদ ও কামরুল ইসলাম।

এই কর্মসূচি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও ওলামা দলের উদ্যোগে পৃথকভাবে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রতিটি অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রুহুল কবির রিজভী সফল কর্মসূচির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ায় এবি পার্টির সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন মঞ্জু

বিএনপির ছয় দিনের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৯:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিএনপি নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক ছয় দিনের কর্মসূচি ৭ থেকে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি বাস্তবায়নে রুহুল কবির রিজভীর নেতৃত্বে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কর্মসূচির প্রথম দিন ৭ ডিসেম্বর উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ৮ ডিসেম্বর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ৯ ডিসেম্বর নজরুল ইসলাম খান, ১০ ডিসেম্বর মির্জা আব্বাস, ১১ ডিসেম্বর পুনরায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১৩ ডিসেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরী উদ্বোধন করবেন।

বৃহত্তর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী এবং সদস্যসচিব হাবিব উন নবী খান সোহেল। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আছেন ডা. জিয়াউদ্দিন হায়দার, মাহদী আমীন, আমিনুল হক, নিপুণ রায় চৌধুরী, আবদুস সাত্তার পাটোয়ারি, শাহেআলম, আবদুল মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, এস এম জিলানী, রাজীব আহসান, হাসান জাফির তুহীন, শহীদুল ইসলাম বাবুল, রাকিবুল ইসলাম, নাছির উদ্দীন নাছির, সেলিম রেজা, কাজী আবুল হোসেন, ড. সাইমুম পারভেজ, ড. আবদুল মজিদ ও কামরুল ইসলাম।

এই কর্মসূচি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও ওলামা দলের উদ্যোগে পৃথকভাবে কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রতিটি অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রুহুল কবির রিজভী সফল কর্মসূচির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।