ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনার ঈশ্বরদীতে বিএনপি–জামায়াত সমর্থকদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৫৮৪ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াতের পাবনা-৪ মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের জগির মোড় ও চর আলহাজ্ব মোড় এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। দুদিন আগে দলীয় বিষয়ে বাকবিতণ্ডার সূত্র ধরে আজকের সংঘর্ষের শুরু হয়। জামায়াতের নেতাকর্মীরা আলহাজ্ব মোড় এলাকায় গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পাল্টা হামলা চালায়।

সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ, আবু তালেব মণ্ডলের গাড়ি ভাঙচুর এবং প্রায় ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাবনা জেলা জামায়াতের আমির, উপজেলা সেক্রেটারি, ইউনিয়ন কৃষক দলের সভাপতি, স্বেচ্ছাসেবক দল ও যুবদল নেতৃবৃন্দ রয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতাল ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে গেলে হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা হামলা চালায়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

জনপ্রিয় সংবাদ

জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ায় এবি পার্টির সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন মঞ্জু

পাবনার ঈশ্বরদীতে বিএনপি–জামায়াত সমর্থকদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ

আপডেট সময় ০৯:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াতের পাবনা-৪ মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের জগির মোড় ও চর আলহাজ্ব মোড় এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। দুদিন আগে দলীয় বিষয়ে বাকবিতণ্ডার সূত্র ধরে আজকের সংঘর্ষের শুরু হয়। জামায়াতের নেতাকর্মীরা আলহাজ্ব মোড় এলাকায় গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পাল্টা হামলা চালায়।

সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ, আবু তালেব মণ্ডলের গাড়ি ভাঙচুর এবং প্রায় ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাবনা জেলা জামায়াতের আমির, উপজেলা সেক্রেটারি, ইউনিয়ন কৃষক দলের সভাপতি, স্বেচ্ছাসেবক দল ও যুবদল নেতৃবৃন্দ রয়েছেন। তাদের পাবনা জেনারেল হাসপাতাল ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে গেলে হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা হামলা চালায়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।