আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট করে জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, যেই প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভাঙবে, তার প্রার্থিতা বাতিল করা হবে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ বন্দরের সায়রা গার্ডেনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার আরও বলেন, ‘যেনতেনভাবে কোনো নির্বাচনের আয়োজন করা হবে না। যেখানে জরিমানার প্রয়োজন, সেখানে জরিমানা এবং যেখানে কারাদণ্ডের প্রয়োজন, সেখানে ম্যাজিস্ট্রেটরা যথাযথ ব্যবস্থা নেবেন।’
তিনি জানান, এবার নির্বাচনে পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই এই বিষয়ে কঠোর নজরদারি শুরু করবে নির্বাচন কমিশন।


























