ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এবার ভারত ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৭২ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লব-পরবর্তী ঘটনাবলিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত ছাড়ার চেষ্টা করছেন—এমন দাবি করেছে বাংলাদেশের সরকারি দায়িত্বশীল সূত্র এবং ভারতের একাধিক কূটনৈতিক সূত্র। তাদের বরাত দিয়ে বলা হচ্ছে, মৃত্যুদণ্ডের বিধান নেই এবং বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই—এমন দেশে আশ্রয়ের বিকল্প খুঁজছেন তিনি।

সূত্রগুলোর দাবি, রায় ঘোষণার পরপরই কলকাতার রোজডেল এলাকা থেকে তিনি সরে গিয়ে অজ্ঞাত স্থানে চলে যান। এরপর থেকে কলকাতায় থাকা তার রাজনৈতিক সহকর্মীরাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

কামাল নিজেও এক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে কথোপকথনে—যার একটি অডিও রেকর্ড বিভিন্ন মাধ্যমে প্রচারিত হচ্ছে—ভারতে আর নিরাপদ নন বলে উল্লেখ করেন বলে দাবি করা হচ্ছে। কথোপকথনে তাকে বলতে শোনা গেছে বলে দাবি করা হয়, ‘ভারতে বেশিদিন থাকা নিরাপদ মনে করছি না… নতুন চিন্তা করতে হচ্ছে।’

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা ও কামালকে প্রত্যর্পণের বিষয়ে নয়াদিল্লিতে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার পর থেকেই তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন—এমনটিও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। ঢাকা–দিল্লির মধ্যে এই বিষয়ে আলোচনা চলছে বলেও কূটনৈতিক মহল সূত্রে উল্লেখ করা হয়েছে।

তবে তার বর্তমান অবস্থান বা পরিকল্পনা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


 

জনপ্রিয় সংবাদ

বছরের শুরুতেই বড় ধাক্কা খেল ভারত

এবার ভারত ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল

আপডেট সময় ১০:১৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

জুলাই বিপ্লব-পরবর্তী ঘটনাবলিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত ছাড়ার চেষ্টা করছেন—এমন দাবি করেছে বাংলাদেশের সরকারি দায়িত্বশীল সূত্র এবং ভারতের একাধিক কূটনৈতিক সূত্র। তাদের বরাত দিয়ে বলা হচ্ছে, মৃত্যুদণ্ডের বিধান নেই এবং বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই—এমন দেশে আশ্রয়ের বিকল্প খুঁজছেন তিনি।

সূত্রগুলোর দাবি, রায় ঘোষণার পরপরই কলকাতার রোজডেল এলাকা থেকে তিনি সরে গিয়ে অজ্ঞাত স্থানে চলে যান। এরপর থেকে কলকাতায় থাকা তার রাজনৈতিক সহকর্মীরাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

কামাল নিজেও এক ঘনিষ্ঠ ব্যক্তির সঙ্গে কথোপকথনে—যার একটি অডিও রেকর্ড বিভিন্ন মাধ্যমে প্রচারিত হচ্ছে—ভারতে আর নিরাপদ নন বলে উল্লেখ করেন বলে দাবি করা হচ্ছে। কথোপকথনে তাকে বলতে শোনা গেছে বলে দাবি করা হয়, ‘ভারতে বেশিদিন থাকা নিরাপদ মনে করছি না… নতুন চিন্তা করতে হচ্ছে।’

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা ও কামালকে প্রত্যর্পণের বিষয়ে নয়াদিল্লিতে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার পর থেকেই তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন—এমনটিও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। ঢাকা–দিল্লির মধ্যে এই বিষয়ে আলোচনা চলছে বলেও কূটনৈতিক মহল সূত্রে উল্লেখ করা হয়েছে।

তবে তার বর্তমান অবস্থান বা পরিকল্পনা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।