ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শতাব্দীর সেরা নির্বাচন চাই’: সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচিতে ইসি সচিব আখতার আহমদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৬১ বার পড়া হয়েছে

 

নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় ‘আমরা নির্বাচনের জোয়ারে আছি’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমদ। তিনি বলেন, “আমরা সবাই শতাব্দীর ভালো নির্বাচন চাই।”
বুধবার (০৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসি সচিব আরও বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট—দুটিই বড় আয়োজন এবং পরস্পর পরিপূরক। তিনি জানান, গণভোটে চারটি প্রশ্ন থাকলেও উত্তর দিতে হবে একটি মাত্র বিকল্পে। এ বিষয়ে অনেকের মনে প্রশ্ন থাকলেও উপদেষ্টা পরিষদের আলোচনায় ব্যাখ্যা দেওয়া হয়েছে যে, রাজনৈতিক দলগুলো সাধারণত বহু প্রতিশ্রুতি দেয়, যার সবকটিতে সবাই একমত না হলেও সার্বিক দৃষ্টিতে সিদ্ধান্ত নেওয়া হয়। গণভোটও তেমনই—পুরো প্যাকেজ বিবেচনায় ভোট দিতে হবে।

ইটিআই মহাপরিচালক মেহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে কর্মসূচিতে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।


 

জনপ্রিয় সংবাদ

বছরের শুরুতেই বড় ধাক্কা খেল ভারত

শতাব্দীর সেরা নির্বাচন চাই’: সাংবাদিক প্রশিক্ষণ কর্মসূচিতে ইসি সচিব আখতার আহমদ

আপডেট সময় ১১:৩১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

 

নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় ‘আমরা নির্বাচনের জোয়ারে আছি’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমদ। তিনি বলেন, “আমরা সবাই শতাব্দীর ভালো নির্বাচন চাই।”
বুধবার (০৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসি সচিব আরও বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট—দুটিই বড় আয়োজন এবং পরস্পর পরিপূরক। তিনি জানান, গণভোটে চারটি প্রশ্ন থাকলেও উত্তর দিতে হবে একটি মাত্র বিকল্পে। এ বিষয়ে অনেকের মনে প্রশ্ন থাকলেও উপদেষ্টা পরিষদের আলোচনায় ব্যাখ্যা দেওয়া হয়েছে যে, রাজনৈতিক দলগুলো সাধারণত বহু প্রতিশ্রুতি দেয়, যার সবকটিতে সবাই একমত না হলেও সার্বিক দৃষ্টিতে সিদ্ধান্ত নেওয়া হয়। গণভোটও তেমনই—পুরো প্যাকেজ বিবেচনায় ভোট দিতে হবে।

ইটিআই মহাপরিচালক মেহাম্মদ হাসানুজ্জামানের সভাপতিত্বে কর্মসূচিতে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।