পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে ‘বাবরি মসজিদ’ নির্মাণের জন্য স্থাপিত দানবাক্সগুলোতে উপচে পড়া অনুদান ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনলাইন ও অফলাইনে বিস্ময়কর সাড়া মিলতে থাকায় সাময়িক বহিষ্কৃত টিএমসি বিধায়ক হুমায়ুন কবীরের এই উদ্যোগ এখন রাজ্যের আলোচিত রাজনৈতিক ইস্যুগুলোর একটি।
হুমায়ুন কবীরের দাবি, প্রস্তাবিত মসজিদ নির্মাণে প্রায় ৩০০ কোটি রুপি প্রয়োজন। ইতোমধ্যে সোমবার দুপুর পর্যন্ত মাত্র চারটি দানবাক্স ও একটি বস্তা খুলেই পাওয়া গেছে ৩৭ লাখ ৩৩ হাজার রুপি। অন্যদিকে কিউআর কোডের মাধ্যমে সারা ভারত ও বিদেশ থেকে এসেছে আরও ৯৩ লাখ রুপি। সাতটি বাক্স খোলাই বাকি—সব মিলিয়ে অনুদান এখন ১ কোটি ৩০ লাখ রুপি ছাড়িয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৭৬ লাখ ৪১ হাজার।
গত শনিবার (০৬ ডিসেম্বর) কঠোর নিরাপত্তার মধ্যেই রেজিনগরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীর দিনটিই বেছে নেওয়ায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে আরও। হাজারো মানুষের উপস্থিতিতে ১১টি দানবাক্সের পাশে পরিবেশন করা হয় প্রায় ৪০ হাজার মানুষের জন্য শাহি বিরিয়ানি। এরপর থেকেই স্থানীয়রা শুধু অর্থ নয়, ইট ও নির্মাণ সামগ্রীও দান করছেন প্রতীকী সমর্থন হিসেবে।
রোববার গভীর রাত পর্যন্ত ৩০ সদস্যের একটি দল ক্যাশ-কাউন্টিং মেশিনে অনুদান গণনা করে—পুরো প্রক্রিয়া ভিডিও রেকর্ড ও লাইভে প্রচার করা হয় স্বচ্ছতার জন্য। সোমবার সন্ধ্যায় বাকি বাক্সগুলো খোলা হবে এবং সব অর্থ সিসিটিভি–নিয়ন্ত্রিত কক্ষে রাখা হবে ব্যাংকে জমার প্রস্তুতির জন্য।
সূত্র: ন্যাশনাল হেরাল্ড


























