ঢাকা ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাবরি মসজিদ নির্মাণে অনুদান নিয়ে বড় জালিয়াতির অভিযোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৩২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

 

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের জন্য অনুদান সংগ্রহকে কেন্দ্র করে বড়সড় প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রতারকেরা মসজিদ নির্মাণের জন্য ব্যবহৃত কিউআর কোড নকল করে সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত অনুদানের টাকা ভুয়ো অ্যাকাউন্টে সরিয়ে নিচ্ছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ মহম্মদ আমিনুল শেখ বহরমপুর সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, ‘ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়া’ নামে একটি ট্রাস্টের তথ্য ব্যবহার করে ভুয়ো কিউআর কোড তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ ওই নকল কিউআর কোড স্ক্যান করে অনুদান দিলে টাকা সরাসরি প্রতারকদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে।

উল্লেখ্য, বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসের পর ভরতপুরের বিধায়ক ও তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া নেতা হুমায়ুন কবীর মসজিদ নির্মাণের জন্য অনুদান সংগ্রহের আবেদন জানান। শিলান্যাস অনুষ্ঠানে দানবাক্সের পাশাপাশি অনলাইনে অনুদান দেওয়ার সুবিধার্থে কিউআর কোডের ব্যবস্থাও করা হয়েছিল।

প্রতারণার বিষয়টি সামনে আসতেই সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয় এবং পুলিশ তদন্ত শুরু করেছে। কে বা কারা এই জালিয়াতির সঙ্গে যুক্ত এবং কত টাকার প্রতারণা হয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত, এর আগেও বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন হুমায়ুন কবীর। শিলান্যাস অনুষ্ঠানে সৌদি আরব থেকে ধর্মগুরুদের আগমন এবং হায়দরাবাদ থেকে নিরাপত্তারক্ষী আনার যে দাবি করা হয়েছিল, তা পরে ভুল প্রমাণিত হয়। সে সময় তিনি এটিকে তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছিলেন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই অনুদান সংক্রান্ত এই প্রতারণার অভিযোগে নতুন করে চাপে পড়লেন তিনি।

জনপ্রিয় সংবাদ

‘ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

বাবরি মসজিদ নির্মাণে অনুদান নিয়ে বড় জালিয়াতির অভিযোগ

আপডেট সময় ০৪:৩২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

 

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের জন্য অনুদান সংগ্রহকে কেন্দ্র করে বড়সড় প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, প্রতারকেরা মসজিদ নির্মাণের জন্য ব্যবহৃত কিউআর কোড নকল করে সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত অনুদানের টাকা ভুয়ো অ্যাকাউন্টে সরিয়ে নিচ্ছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ মহম্মদ আমিনুল শেখ বহরমপুর সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, ‘ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়া’ নামে একটি ট্রাস্টের তথ্য ব্যবহার করে ভুয়ো কিউআর কোড তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ ওই নকল কিউআর কোড স্ক্যান করে অনুদান দিলে টাকা সরাসরি প্রতারকদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে।

উল্লেখ্য, বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাসের পর ভরতপুরের বিধায়ক ও তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া নেতা হুমায়ুন কবীর মসজিদ নির্মাণের জন্য অনুদান সংগ্রহের আবেদন জানান। শিলান্যাস অনুষ্ঠানে দানবাক্সের পাশাপাশি অনলাইনে অনুদান দেওয়ার সুবিধার্থে কিউআর কোডের ব্যবস্থাও করা হয়েছিল।

প্রতারণার বিষয়টি সামনে আসতেই সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয় এবং পুলিশ তদন্ত শুরু করেছে। কে বা কারা এই জালিয়াতির সঙ্গে যুক্ত এবং কত টাকার প্রতারণা হয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

প্রসঙ্গত, এর আগেও বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন হুমায়ুন কবীর। শিলান্যাস অনুষ্ঠানে সৌদি আরব থেকে ধর্মগুরুদের আগমন এবং হায়দরাবাদ থেকে নিরাপত্তারক্ষী আনার যে দাবি করা হয়েছিল, তা পরে ভুল প্রমাণিত হয়। সে সময় তিনি এটিকে তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে মন্তব্য করেছিলেন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই অনুদান সংক্রান্ত এই প্রতারণার অভিযোগে নতুন করে চাপে পড়লেন তিনি।