ঢাকা ০২:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিকালে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:১৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৫১১ বার পড়া হয়েছে

 

দেশপ্রেমিক সাবেক সেনা কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজ শিক্ষার্থীরা বুধবার বিকেল ৩টায় রামপুরা ব্রিজ থেকে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে অংশ নেবেন। এই কর্মসূচি আয়োজন করেছে চব্বিশের গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা জুলাই ঐক্য

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির মাধ্যমে ভারত সরকারের প্রতি আলটিমেটাম দেওয়া হবে—যদি দেশে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত না দেওয়া হয়, তবে পরবর্তী পরিস্থিতির জন্য দিল্লি এবং অন্তর্বর্তী সরকার দায় নিতে হবে। জুলাই ঐক্য বলেন, দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে ছাত্র ও জনগণকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।

জুলাই ঐক্য অভিযোগ করেছে, ভারতের প্রক্সিরা বাংলাদেশে বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে, স্বাধীন ও সার্বভৌম দেশ গঠনে বাধা সৃষ্টি করছে। দেশে নির্বাচন ও গণতন্ত্রের ধারাকে রক্ষা করতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে।


 

জনপ্রিয় সংবাদ

বিকালে জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি

আপডেট সময় ১১:১৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

 

দেশপ্রেমিক সাবেক সেনা কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজ শিক্ষার্থীরা বুধবার বিকেল ৩টায় রামপুরা ব্রিজ থেকে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে অংশ নেবেন। এই কর্মসূচি আয়োজন করেছে চব্বিশের গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা জুলাই ঐক্য

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচির মাধ্যমে ভারত সরকারের প্রতি আলটিমেটাম দেওয়া হবে—যদি দেশে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত না দেওয়া হয়, তবে পরবর্তী পরিস্থিতির জন্য দিল্লি এবং অন্তর্বর্তী সরকার দায় নিতে হবে। জুলাই ঐক্য বলেন, দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে ছাত্র ও জনগণকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।

জুলাই ঐক্য অভিযোগ করেছে, ভারতের প্রক্সিরা বাংলাদেশে বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে, স্বাধীন ও সার্বভৌম দেশ গঠনে বাধা সৃষ্টি করছে। দেশে নির্বাচন ও গণতন্ত্রের ধারাকে রক্ষা করতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে।