ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাদির গুলির অংশ বের করা না হলে অবনতির শঙ্কা: ইনকিলাব মঞ্চ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির দ্রুত আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার মস্তিষ্কে থাকা গুলির একটি অংশ বের করা অত্যন্ত জরুরি হলেও বর্তমানে তার শারীরিক অবস্থা সেই অস্ত্রোপচারের জন্য উপযুক্ত নয়। সংশ্লিষ্ট হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থাপনায় যুক্ত সূত্রের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

চিকিৎসকদের আশঙ্কা, নির্ধারিত সময়ে অস্ত্রোপচার করা সম্ভব না হলে হাদির অবস্থার আরও অবনতি হতে পারে। তবে আপাতত তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে শরীরের সামগ্রিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা চলছে।

এদিকে, উন্নত চিকিৎসার জন্য শরিফ ওসমান হাদিকে যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তাকে দূরপাল্লার ভ্রমণে নেওয়া আরও ঝুঁকিপূর্ণ হতে পারে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই তার পূর্ণাঙ্গ ও যথোপযুক্ত চিকিৎসা সম্ভব বলে মত দিয়েছেন চিকিৎসকরা।

সূত্র জানায়, হাদির মস্তিষ্ক ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ সক্রিয় রয়েছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই পরবর্তী চিকিৎসা সিদ্ধান্ত নেওয়া হবে। সবকিছুই নির্ভর করছে তার শারীরিক অবস্থার উন্নতির ওপর।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

জনপ্রিয় সংবাদ

হাদির গুলির অংশ বের করা না হলে অবনতির শঙ্কা: ইনকিলাব মঞ্চ

আপডেট সময় ০৭:৩১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির দ্রুত আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার মস্তিষ্কে থাকা গুলির একটি অংশ বের করা অত্যন্ত জরুরি হলেও বর্তমানে তার শারীরিক অবস্থা সেই অস্ত্রোপচারের জন্য উপযুক্ত নয়। সংশ্লিষ্ট হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থাপনায় যুক্ত সূত্রের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

চিকিৎসকদের আশঙ্কা, নির্ধারিত সময়ে অস্ত্রোপচার করা সম্ভব না হলে হাদির অবস্থার আরও অবনতি হতে পারে। তবে আপাতত তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে শরীরের সামগ্রিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা চলছে।

এদিকে, উন্নত চিকিৎসার জন্য শরিফ ওসমান হাদিকে যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্রে নেওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তাকে দূরপাল্লার ভ্রমণে নেওয়া আরও ঝুঁকিপূর্ণ হতে পারে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই তার পূর্ণাঙ্গ ও যথোপযুক্ত চিকিৎসা সম্ভব বলে মত দিয়েছেন চিকিৎসকরা।

সূত্র জানায়, হাদির মস্তিষ্ক ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ সক্রিয় রয়েছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই পরবর্তী চিকিৎসা সিদ্ধান্ত নেওয়া হবে। সবকিছুই নির্ভর করছে তার শারীরিক অবস্থার উন্নতির ওপর।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার (১৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।