ফেনী সদর উপজেলার শর্শদী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে তিনটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে গেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
সূত্র জানায়, অফিসের কাজ শেষে ব্যাংকের কর্মকর্তারা দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন। রাত ৩টা ৪০ মিনিটের সময় নিচতলার সিঁড়িঘরের কলাপসিবল গেটের ভেতরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেন। দ্রুত নিরাপত্তা প্রহরী চিৎকার শুরু করলে কর্মকর্তারা নিচে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ জানান, দুর্বৃত্তরা সীমানা প্রাচীর ফাঁদ দিয়ে প্রবেশ করে ফটকের বাইরে থেকে আগুন ধরিয়েছে। ব্যাংকের কর্মকর্তাদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়েনি।
ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


























