ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুর-২ আসনে রিটকারী আইনজীবী ইয়াজদায়িনকে ইসির সামনে প্রকাশ্যে মারধর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৫১৪ বার পড়া হয়েছে

শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল চেয়ে রিট দায়ের করায় আইনজীবী ইয়াজদায়িনকে নির্বাচন কমিশনের (ইসি) সামনে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিট দায়ের সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনে উপস্থিত থাকার সময় একদল ব্যক্তি আইনজীবী ইয়াজদায়িনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলে কিছু সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহত আইনজীবী ইয়াজদায়িন জানান, শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্যের ভিত্তিতে তিনি আদালতে রিট করেন। এর জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হামলার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর বিষয়টি নিয়ে আইনজীবী মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

চিরকুটে ‘জয় বাংলা’ লিখে গাংনীতে বিএনপির ৭ নেতা-কর্মীকে হত্যার হুমকি

শেরপুর-২ আসনে রিটকারী আইনজীবী ইয়াজদায়িনকে ইসির সামনে প্রকাশ্যে মারধর

আপডেট সময় ১০:০৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল চেয়ে রিট দায়ের করায় আইনজীবী ইয়াজদায়িনকে নির্বাচন কমিশনের (ইসি) সামনে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিট দায়ের সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনে উপস্থিত থাকার সময় একদল ব্যক্তি আইনজীবী ইয়াজদায়িনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলে কিছু সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহত আইনজীবী ইয়াজদায়িন জানান, শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্যের ভিত্তিতে তিনি আদালতে রিট করেন। এর জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হামলার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর বিষয়টি নিয়ে আইনজীবী মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।