রাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে জুবায়ের আলী (২৫) নামে এক কৃষক এক্সকাভেটরে চাপা পড়ে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত ৯টার দিকে ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আনিসুজ্জামান বকুল, রুহুল আমিন ও রুবেল হোসেনের উদ্যোগে এক্সকাভেটর দিয়ে কৃষি জমিতে পুকুর খনন চলছিল। খবর পেয়ে স্থানীয় কৃষকরা বাধা দিলে পুকুর খননকারীদের নির্দেশে চালক আব্দুল হামিদ এক্সকাভেটরটি লোকজনের দিকে চালিয়ে দেন। এতে জুবায়ের গুরুতর আহত হন। পরে তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ক্ষুব্ধ জনতা এক্সকাভেটর মেশিন ও আনিসুজ্জামান বকুলের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। চালক আব্দুল হামিদকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
নিহতের বাবা রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই স্থানীয় প্রভাবশালীরা জোরপূর্বক কৃষি জমিতে পুকুর খনন করছিলেন। এতে বাধা দিতে গিয়ে তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মঈনুদ্দীন জানান, এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এক্সকাভেটর চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।


























