ঢাকা ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের পরিকল্পনার বিষয়ে নজর রাখবে জামায়াত : শফিকুর রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বিবিসি বাংলাকে বলেন, একজন রাজনৈতিক সহকর্মীর দীর্ঘদিন পর সরাসরি রাজনীতির মাঠে ফিরে আসাকে তিনি স্বাগত জানান। তার ভাষায়, “তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন—এটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি।”

তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্যের প্রশ্নে তারেক রহমান কী ভূমিকা রাখবেন, তার কোনো সুস্পষ্ট পরিকল্পনা আছে কি না এবং সেগুলো কীভাবে বাস্তবায়ন করবেন—এসব বিষয়ে জামায়াত নজর রাখবে বলেও জানান তিনি।

একই ধরনের মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনিও বলেন, তারেক রহমানের দেশে ফেরাকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন তিনি। তবে তার মতে, “জাতীয় রাজনীতিতে তারেক রহমান কীভাবে ভূমিকা রাখবেন, সেটার ওপরই ভবিষ্যতে তার অবস্থান নির্ধারিত হবে।”

জনপ্রিয় সংবাদ

সালমার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছি, জানালেন স্বামী

তারেক রহমানের পরিকল্পনার বিষয়ে নজর রাখবে জামায়াত : শফিকুর রহমান

আপডেট সময় ০৭:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বিবিসি বাংলাকে বলেন, একজন রাজনৈতিক সহকর্মীর দীর্ঘদিন পর সরাসরি রাজনীতির মাঠে ফিরে আসাকে তিনি স্বাগত জানান। তার ভাষায়, “তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন—এটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি।”

তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্যের প্রশ্নে তারেক রহমান কী ভূমিকা রাখবেন, তার কোনো সুস্পষ্ট পরিকল্পনা আছে কি না এবং সেগুলো কীভাবে বাস্তবায়ন করবেন—এসব বিষয়ে জামায়াত নজর রাখবে বলেও জানান তিনি।

একই ধরনের মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনিও বলেন, তারেক রহমানের দেশে ফেরাকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন তিনি। তবে তার মতে, “জাতীয় রাজনীতিতে তারেক রহমান কীভাবে ভূমিকা রাখবেন, সেটার ওপরই ভবিষ্যতে তার অবস্থান নির্ধারিত হবে।”