ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক গণমাধ্যমে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৬ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রায় ১৮ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার আগে বিমানে বসেই এক আবেগঘন বার্তা দেন তিনি। ফেসবুকে লেখেন—“দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”

তারেক রহমানের এই প্রত্যাবর্তনের খবর গুরুত্বসহকারে তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, কাতারভিত্তিক আল জাজিরা, বার্তা সংস্থা রয়টার্স, মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং তুরস্কের আনাদোলু এজেন্সি ভিন্ন ভিন্ন শিরোনামে তার দেশে ফেরার খবর প্রকাশ করেছে।

আল জাজিরা শিরোনাম করেছে—
“BNP leader Tarique Rahman returns: Bangladesh’s next prime minister?”

প্রতিবেদনে বলা হয়, ১৭ বছর নির্বাসনে থাকার পর বিএনপি নেতা এবং দক্ষিণ এশিয়ার দেশটির সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচিত তারেক রহমান বৃহস্পতিবার ঢাকায় ফিরে আসেন। এ সময় রাজধানীতে তার দলের হাজার হাজার সমর্থক তাকে স্বাগত জানান।

মার্কিন বার্তা সংস্থা এপি লিখেছে,
“ব্রিটেনে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার ঢাকায় ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে হাজারো নেতাকর্মী ঢাকার রাস্তায় নেমে তাকে স্বাগত জানান। আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন।”

বিবিসি শিরোনাম করেছে—
“Bangladesh’s likely next prime minister returns after 17 years in exile.”

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদের সম্ভাব্য শীর্ষ প্রার্থী তারেক রহমান ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন। আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার প্রত্যাবর্তনকে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করা তারেক রহমানের দল বিএনপি নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে বিবেচিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী পদের শীর্ষ দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।

আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে বিএনপি নতুন করে রাজনৈতিক ‘মোমেন্টাম’ ফিরে পেয়েছে। বর্তমানে তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ধারণা করা হচ্ছে, তিনি ভবিষ্যতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্থলাভিষিক্ত হতে পারেন।

জনপ্রিয় সংবাদ

রাস্তা থেকে উদ্ধার হওয়া সেই ২ শিশুর দায়িত্ব নিলেন ডিসি জাহিদুল

আন্তর্জাতিক গণমাধ্যমে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’

আপডেট সময় ০৮:০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ প্রায় ১৮ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার আগে বিমানে বসেই এক আবেগঘন বার্তা দেন তিনি। ফেসবুকে লেখেন—“দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”

তারেক রহমানের এই প্রত্যাবর্তনের খবর গুরুত্বসহকারে তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, কাতারভিত্তিক আল জাজিরা, বার্তা সংস্থা রয়টার্স, মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এবং তুরস্কের আনাদোলু এজেন্সি ভিন্ন ভিন্ন শিরোনামে তার দেশে ফেরার খবর প্রকাশ করেছে।

আল জাজিরা শিরোনাম করেছে—
“BNP leader Tarique Rahman returns: Bangladesh’s next prime minister?”

প্রতিবেদনে বলা হয়, ১৭ বছর নির্বাসনে থাকার পর বিএনপি নেতা এবং দক্ষিণ এশিয়ার দেশটির সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচিত তারেক রহমান বৃহস্পতিবার ঢাকায় ফিরে আসেন। এ সময় রাজধানীতে তার দলের হাজার হাজার সমর্থক তাকে স্বাগত জানান।

মার্কিন বার্তা সংস্থা এপি লিখেছে,
“ব্রিটেনে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার ঢাকায় ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে ঘিরে হাজারো নেতাকর্মী ঢাকার রাস্তায় নেমে তাকে স্বাগত জানান। আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে তিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হচ্ছেন।”

বিবিসি শিরোনাম করেছে—
“Bangladesh’s likely next prime minister returns after 17 years in exile.”

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদের সম্ভাব্য শীর্ষ প্রার্থী তারেক রহমান ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন। আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার প্রত্যাবর্তনকে দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করা তারেক রহমানের দল বিএনপি নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে বিবেচিত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। সে ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী পদের শীর্ষ দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।

আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে বিএনপি নতুন করে রাজনৈতিক ‘মোমেন্টাম’ ফিরে পেয়েছে। বর্তমানে তিনি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ধারণা করা হচ্ছে, তিনি ভবিষ্যতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্থলাভিষিক্ত হতে পারেন।