বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) থাইল্যান্ড রাজ্যের শ্রমমন্ত্রী মিসেস ট্রিনুচ থিয়েনথংয়ের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে থাইল্যান্ডের শ্রমমন্ত্রী মিসেস ট্রিনুচ থিয়েনথং বলেন, এই দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের মাধ্যমে অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে তারা আশা করছেন। তিনি থাইল্যান্ডে বিদ্যমান শ্রমিক ঘাটতি সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।
বৈঠকে বাংলাদেশ রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত প্রক্রিয়ায় থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী পাঠানোর আশ্বাস দেন। একই সঙ্গে শ্রম অভিবাসন ব্যবস্থা ও পদ্ধতি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের জন্য সংশ্লিষ্ট থাই কর্তৃপক্ষকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।
থাইল্যান্ডের শ্রমমন্ত্রী তার ঊর্ধ্বতন সহকর্মীদের বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারক বাস্তবায়ন ও সহযোগিতা এগিয়ে নেওয়ার দায়িত্ব দেন। তিনি বলেন, বর্তমান শ্রমবাজারের চাহিদা পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
এদিকে রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী থাই ব্যবসায়ী সম্প্রদায়সহ অন্যান্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে এ পর্যন্ত অনুষ্ঠিত আলোচনার বিষয়টি থাই শ্রমমন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি তিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য প্রধান গন্তব্য দেশগুলোর সর্বোত্তম অনুশীলন অনুসরণে বাংলাদেশের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।


























