ঢাকা ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেছেন। স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তিনি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। খবর প্রকাশ করেছে এবিসি নিউজ।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ক্যারোলাইন লেভিট লেখেন, ‘ক্রিসমাসের জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার—২০২৬ সালের মে মাসে আমাদের পরিবারে আসছে একটি কন্যাশিশু।’ তিনি জানান, স্বামী নিকোলাস রিচিওর সঙ্গে পরিবার বড় করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত এবং তাদের প্রথম সন্তান শিগগিরই বড় ভাই হতে যাচ্ছে।

লেভিট আরও লেখেন, মাতৃত্ব সৃষ্টিকর্তার এক অনন্য আশীর্বাদ, যার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। তার ভাষায়, ‘মাতৃত্বই স্বর্গের সবচেয়ে কাছের অনুভূতি।’ পাশাপাশি পরিবারবান্ধব পরিবেশ তৈরির জন্য তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২৮ বছর বয়সী ক্যারোলাইন লেভিট বর্তমানে যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। এর আগে ট্রাম্পের প্রথম প্রশাসনে তিনি প্রেস অফিসে কাজ করেন এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারণায় ট্রাম্পের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২২ সালে নিজ রাজ্য নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও সে সময় তিনি জয়ী হতে পারেননি।

জনপ্রিয় সংবাদ

সালমার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছি, জানালেন স্বামী

অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট

আপডেট সময় ০৯:১৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেছেন। স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তিনি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। খবর প্রকাশ করেছে এবিসি নিউজ।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ক্যারোলাইন লেভিট লেখেন, ‘ক্রিসমাসের জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার—২০২৬ সালের মে মাসে আমাদের পরিবারে আসছে একটি কন্যাশিশু।’ তিনি জানান, স্বামী নিকোলাস রিচিওর সঙ্গে পরিবার বড় করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত এবং তাদের প্রথম সন্তান শিগগিরই বড় ভাই হতে যাচ্ছে।

লেভিট আরও লেখেন, মাতৃত্ব সৃষ্টিকর্তার এক অনন্য আশীর্বাদ, যার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। তার ভাষায়, ‘মাতৃত্বই স্বর্গের সবচেয়ে কাছের অনুভূতি।’ পাশাপাশি পরিবারবান্ধব পরিবেশ তৈরির জন্য তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২৮ বছর বয়সী ক্যারোলাইন লেভিট বর্তমানে যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। এর আগে ট্রাম্পের প্রথম প্রশাসনে তিনি প্রেস অফিসে কাজ করেন এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারণায় ট্রাম্পের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২২ সালে নিজ রাজ্য নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও সে সময় তিনি জয়ী হতে পারেননি।