ঢাকার মোহাম্মদপুরে শায়েখ জসিম উদ্দিন রাহমানিকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তিনি অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাছ পরিচর্যার উদ্দেশ্যে শায়েখ জসিম উদ্দিন রাহমানি নিজ বাসা থেকে বের হলে হঠাৎ কে বা কারা তাকে টার্গেট করে একটি বোমা নিক্ষেপ করে। বোমাটি শায়েখের অবস্থান থেকে আনুমানিক ৪ থেকে ৫ হাত দূরে বিস্ফোরিত হয়। এতে তিনি কোনো ধরনের শারীরিক ক্ষতির শিকার হননি। আলহামদুলিল্লাহ, তিনি নিরাপদ রয়েছেন।
ঘটনার পর থেকে শায়েখ জসিম উদ্দিন রাহমানি নিজ বাসায় অবরুদ্ধ অবস্থায় আছেন বলে জানা গেছে। এ সময় তিনি সমর্থক ও অনুসারীদের শান্তিপূর্ণভাবে মোহাম্মদপুর এলাকায় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ঘটনাস্থলটি মোহাম্মদপুর চৌরাস্তা থেকে সাদেক খান হাসপাতালের পাশের এলাকায় অবস্থিত শায়েখের বাসার সামনে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে তদন্ত চলছে।




















