সারা দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি করে ইসলামী ছাত্রশিবিরের ও দায় চাপানো হচ্ছে অভিযোগ করে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি এস এম ফরহাদ বলেছেন, ছাত্রদল মিথ্যা অপবাদ ছড়ানো ও অরাজকতা বন্ধ না করলে তাদের পরিণতিও হবে ছাত্রলীগের মতো।
আজ শনিবার (৩১ মে) বিকেলে রাজধানীর শাহবাগে ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত একটি মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি বলেন, সারা দেশে বিভিন্ন যায়গায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি করছে ছাত্রদল। কিন্তু ছাত্রশিবিরের ওপর দায় দিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন তারা। কিন্তু ছাত্রদল মিথ্যা অপবাদ ছড়ানো ও অরাজকতা বন্ধ না করলে তাদের পরিণতিও হবে ছাত্রলীগের মতো।
এস এম ফরহাদ আরও বলেন, বৈষম্যবিরোধী নেত্রীর ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। চট্টগ্রাম কমার্স কলেজে শিবিরের বুথে হামলার নিন্দা জানাই। এ সময় ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রীর ওপর হামলা ও চট্টগ্রাম কমার্স কলেজে শিবিরের বুথে হামলার তীব্র নিন্দা জানান অন্যান্য বক্তারা।
























