ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুকে অপহরণ করতে বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৫২৭ বার পড়া হয়েছে

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অপহরণ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এসময় নেতানিয়াহুকে মানবতার নিকৃষ্টতম অপরাধী হিসেবে আখ্যা দেন তিনি।

 

বৃহস্পতিবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে খাজা আসিফ এই মন্তব্য করেন। আসিফ দাবি করেন, ইতিহাসে ফিলিস্তিনের গাজায় সংঘটিত নৃশংসতার সমতুল্য আর কোনো ঘটনা নেই।

সাক্ষাৎকারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে সরিয়ে নেয়া হয়েছে সেই উদাহরণ টেনে খাজা আসিফ বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই মানবতায় বিশ্বাস করে, তবে তাদের উচিত নেতানিয়াহুকে অপহরণ করা। শুধু যুক্তরাষ্ট্র নয়, তুরস্কও এই পদক্ষেপ নিতে পারে বলে তিনি উল্লেখ করেন।

 

আসিফ জানান, পাকিস্তানিরা এই মুহূর্তটির জন্যই প্রার্থনা করছে। আলোচনার একপর্যায়ে তিনি নেতানিয়াহুর সমর্থকদের শাস্তি দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন। তবে সঞ্চালক হামিদ মীর এই মন্তব্যকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি পরোক্ষ ইঙ্গিত হিসেবে মনে করে সতর্কতা স্বরূপ অনুষ্ঠানটিতে বিরতি ঘোষণা করেন।

 

এদিকে ইসরায়েল ও পাকিস্তানের মধ্যকার এই উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার এক সাক্ষাৎকারে গাজায় কোনো আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে পাকিস্তানি সেনাবাহিনীর অংশগ্রহণের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

 

পাকিস্তান শুরু থেকেই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং ফিলিস্তিন ইস্যুতে তারা দীর্ঘকাল ধরে কড়া অবস্থান বজায় রেখে আসছে।

 

সূত্র: এনডিটিভি

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-চীনের ওপর নজর রাখতে পশ্চিমবঙ্গে ভারতের নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুকে অপহরণ করতে বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় ১০:১৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অপহরণ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এসময় নেতানিয়াহুকে মানবতার নিকৃষ্টতম অপরাধী হিসেবে আখ্যা দেন তিনি।

 

বৃহস্পতিবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে খাজা আসিফ এই মন্তব্য করেন। আসিফ দাবি করেন, ইতিহাসে ফিলিস্তিনের গাজায় সংঘটিত নৃশংসতার সমতুল্য আর কোনো ঘটনা নেই।

সাক্ষাৎকারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে সরিয়ে নেয়া হয়েছে সেই উদাহরণ টেনে খাজা আসিফ বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই মানবতায় বিশ্বাস করে, তবে তাদের উচিত নেতানিয়াহুকে অপহরণ করা। শুধু যুক্তরাষ্ট্র নয়, তুরস্কও এই পদক্ষেপ নিতে পারে বলে তিনি উল্লেখ করেন।

 

আসিফ জানান, পাকিস্তানিরা এই মুহূর্তটির জন্যই প্রার্থনা করছে। আলোচনার একপর্যায়ে তিনি নেতানিয়াহুর সমর্থকদের শাস্তি দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন। তবে সঞ্চালক হামিদ মীর এই মন্তব্যকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি পরোক্ষ ইঙ্গিত হিসেবে মনে করে সতর্কতা স্বরূপ অনুষ্ঠানটিতে বিরতি ঘোষণা করেন।

 

এদিকে ইসরায়েল ও পাকিস্তানের মধ্যকার এই উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার এক সাক্ষাৎকারে গাজায় কোনো আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে পাকিস্তানি সেনাবাহিনীর অংশগ্রহণের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

 

পাকিস্তান শুরু থেকেই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং ফিলিস্তিন ইস্যুতে তারা দীর্ঘকাল ধরে কড়া অবস্থান বজায় রেখে আসছে।

 

সূত্র: এনডিটিভি