সন্ত্রাসীদের গুলিতে ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর ১৮ ডিসেম্বর রাতে মৃত্যুবরণ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। এই ঘটনায় অভিযুক্ত সবাইকে এখনো আইনের আওতায় আনা যায়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন জাতীয় দলে খেলা লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বিপ্লব প্রশ্ন রাখেন, ‘হাদি ভাই হত্যার বিচারের কি হলো? আমরা কি ঝিমিয়ে পরলাম?’ বাংলাদেশ দলের হয়ে ১০টি ২০ ওভারের ম্যাচ খেলা বিপ্লবের আক্ষেপ, ‘দিন গিয়ে রাত পেরিয়ে মাস হয়ে গেলো বিচার তো এখনো হলো না। ’ পোস্টে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কয়েকটি হ্যাশট্যাগও জুড়ে দেন তিনি।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নেয়া হয়েছিল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সম্প্রতি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পী এই হত্যার নির্দেশদাতা।
পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলায় নৃশংস এ হত্যাকাণ্ড ঘটেছে। এই হত্যা মামলায় পলাকত ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়া হয়েছে। এর মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনও পলাতক আছেন ৬ জন।
এর আগে গত ২৮ ডিসেম্বর ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড রহস্যজনক। এই হত্যাকাণ্ডের পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। আগামী ৭ জানুয়ারির মধ্যে এ মামলার চার্জশিট দেয়া হবে।




















