এবার গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, টঙ্গী থেকে আমাদের দুটি দাবি উত্থাপন করছি। একটি হল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। আরেকটি হল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শহীদ জিয়ার নামে ফিরিয়ে দিতে হবে।
আজ রবিবার (১ জুন) টঙ্গীতে অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত একাধিক অনুষ্ঠানে তিনি এই দাবিগুলো উত্থাপন করেন।
এদিকে রনি বলেন, গত ৯ মাসে কোনো সংস্কার হয়নি। ৪৫ বছর আগে একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংস্কার শুরু করেছিলেন। পরবর্তী সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৭ দফা ও পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কার প্রস্তাব করেছেন। সুতরাং সংস্কারের দোহাই দিয়ে ২/১ দল নির্বাচন পিছিয়ে দিতে চায়।
যারা পরীক্ষায় পাশ করতে পারবে না, তারাই পরীক্ষা পেছানোর দাবি করে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পিএস-এর দুর্নীতির উদাহরণ টেনে রনি বলেন, এই সরকারের উপদেষ্টারা লুটপাট করছেন। এই সরকার জুন পর্যন্ত থাকলে কি পরিমাণ দুর্নীতি হবে তার ঠিক নেই। স্বৈরাচার শেখ হাসিনার পিয়নও চারশ কোটি টাকার মালিক হয়েছিল।
























