সমুদ্র সৈকত কক্সবাজারে আনন্দভ্রমণে গিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নবগঠিত উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতা র্যাবের হাতে আটক হয়েছেন।
আটককৃতরা হলেন- কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সম্রাট আলমগীর, সাধারণ সম্পাদক মো. রনি খান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাকিব, সামাদ উল্লাহ ও পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন।
মঙ্গলবার রাতে কক্সবাজার জেলার মহেশখালী থেকে তাদের র্যাব আটক করেছে বলে জানান কটিয়াদী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার রাতেই কটিয়াদী মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম আটককৃত ছাত্রলীগ নেতাদের গ্রেফতার করে নিয়ে আসার জন্য কক্সবাজারে গিয়েছেন। তাদের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানা ও কিশোরগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে।
জানা যায়, গত ৫ জানুয়ারি কটিয়াদী উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করে অনুমোদন করে যোগাযোগমাধ্যম প্রকাশ করা হয়। ওই কমিটির পদধারীরা কক্সবাজারের আনন্দ ভ্রমণ ও গোপন মিটিং করার সময় মহেশখালী থেকে র্যাব তাদের আটক করে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, কক্সবাজার থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোট পাঁচ নেতাকে আটক করা হয়েছে। এদের মধ্যে কটিয়াদী উপজেলার চারজন ও পাকুন্দিয়া উপজেলার একজন রয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানা ও কিশোরগঞ্জ সদর থানায় মামলা রয়েছে।



















