ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন করতে হ্যাঁ ভোট দিন: মাসুদ সাঈদী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, গণভোট শুধু এই সংসদ নির্বাচনের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য অপরিহার্য। দেশ কীভাবে পরিচালিত হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কীভাবে স্বাধীনভাবে কাজ করবে, এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই নিতে হবে। এ কারণেই গণভোট এবং রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া।

তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যদি রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো নিয়ে তাদের মতামত দেয়, তাহলে ভবিষ্যৎ সরকার ও প্রতিষ্ঠানগুলো জনগণের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হতে বাধ্য হবে।

বৃহস্পতিবারে পিরোজপুর পৌরসভায় ৩নং ওয়ার্ড আদর্শপাড়ায় এবং ১নং ওয়ার্ড খানাখুনিয়ারীতে জামায়াতে ইসলামী আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

 

মাসুদ সাঈদী বলেন, “হ্যাঁ” ভোট জিতলে সংস্কারপ্রক্রিয়া এগোবে। জুলাই সনদের সত্যিকারের বাস্তবায়ন হবে। ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন হবে। আর ‘না’ ভোট জিতলে আগের ব্যবস্থা ফিরে আসবে। একটি সফল গণঅভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হবে। আগের পদ্ধতি থাকলে ভালো মানুষকেও যদি সরকারে বসানো হয়, দেশের পরিবর্তন করতে পারবে না। মনে রাখবেন, এবারের ভোট শুধু সরকার গঠনের জন্য নয়, বরং এবারের ভোট বাংলাদেশকে ৫০ বছর এগিয়ে নিয়ে যাওয়ার ভোট।’

 

তিনি আরও বলেন, আমরা নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাই। আমরা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই। একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করতে চাই। ১১ দলীয় জোট বিজয়ী হয়ে এই নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।’

 

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পিরোজপুর পৌরসভার আমির ইসহাক আলি খান, পৌর সেক্রেটারি মোহাম্মদ আল আমিন, পিরোজপুর জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হালিম, সাবেক ছাত্রনেতা জেলা কমিটির সদস্য মাওলানা রাকিবুল হাসান প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন করতে হ্যাঁ ভোট দিন: মাসুদ সাঈদী

আপডেট সময় ০৮:৫২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, গণভোট শুধু এই সংসদ নির্বাচনের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য অপরিহার্য। দেশ কীভাবে পরিচালিত হবে, বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কীভাবে স্বাধীনভাবে কাজ করবে, এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের ম্যান্ডেটের মাধ্যমেই নিতে হবে। এ কারণেই গণভোট এবং রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসেবে সবার দায়িত্ব গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া।

তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যদি রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো নিয়ে তাদের মতামত দেয়, তাহলে ভবিষ্যৎ সরকার ও প্রতিষ্ঠানগুলো জনগণের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হতে বাধ্য হবে।

বৃহস্পতিবারে পিরোজপুর পৌরসভায় ৩নং ওয়ার্ড আদর্শপাড়ায় এবং ১নং ওয়ার্ড খানাখুনিয়ারীতে জামায়াতে ইসলামী আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

 

মাসুদ সাঈদী বলেন, “হ্যাঁ” ভোট জিতলে সংস্কারপ্রক্রিয়া এগোবে। জুলাই সনদের সত্যিকারের বাস্তবায়ন হবে। ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন হবে। আর ‘না’ ভোট জিতলে আগের ব্যবস্থা ফিরে আসবে। একটি সফল গণঅভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হবে। আগের পদ্ধতি থাকলে ভালো মানুষকেও যদি সরকারে বসানো হয়, দেশের পরিবর্তন করতে পারবে না। মনে রাখবেন, এবারের ভোট শুধু সরকার গঠনের জন্য নয়, বরং এবারের ভোট বাংলাদেশকে ৫০ বছর এগিয়ে নিয়ে যাওয়ার ভোট।’

 

তিনি আরও বলেন, আমরা নতুন গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাই। আমরা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই। একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করতে চাই। ১১ দলীয় জোট বিজয়ী হয়ে এই নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।’

 

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পিরোজপুর পৌরসভার আমির ইসহাক আলি খান, পৌর সেক্রেটারি মোহাম্মদ আল আমিন, পিরোজপুর জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হালিম, সাবেক ছাত্রনেতা জেলা কমিটির সদস্য মাওলানা রাকিবুল হাসান প্রমুখ।