জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে না। তার অভিযোগ, সংবিধান লঙ্ঘন করে বিএনপির একাধিক প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যদিও তাঁদের মধ্যে দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপির অভিযোগ রয়েছে।
রোববার ১৮ জানুয়ারি সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে না। বিএনপির অনেক প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে, যা সংবিধান পরিপন্থী।
তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদল নির্বাচন কমিশনের সামনে মব সৃষ্টি করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এসব ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে।
এনসিপি চেয়ারম্যান বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা সুষ্ঠু নির্বাচনের কোনো কনফিডেন্স পাচ্ছি না। এই অবস্থা চলতে থাকলে এনসিপি নির্বাচনে অংশ নেবে কি না, সে বিষয়ে আমাদের নতুন করে ভাবতে হবে।
সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে এনসিপি নেতারা অবিলম্বে কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান।



















