ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় মহাসড়কের পাশে কার্টুনে মিলল নবজাতকের মরদেহ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে কার্টুনের ভেতর ফেলে রাখা অবস্থায় এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার হাজিরবাজার এলাকায় মহাসড়কের পাশে একটি কার্টুন পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে তারা কার্টুনের ভেতরে একটি নবজাতক শিশুকে দেখতে পান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নবজাতক শিশুটিকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনার কিছু সময় আগে দুইজন অপরিচিত যুবক একটি মোটরসাইকেলে করে এসে মহাসড়কের পাশে একটি কার্টুন ছুঁড়ে ফেলে দ্রুত স্থান ত্যাগ করে। বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হয়েছে। তাদের ধারণা, কার্টুনটি ফেলে দেওয়ার সময় নবজাতকটি জীবিত ছিল।

 

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা নবজাতক শিশুটিকে কার্টুনের মধ্যে ভরে মহাসড়কের পাশে ফেলে রেখে চলে যায়। তবে নবজাতকটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

 

এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতককে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শিশুটিকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

নারীরা সুযোগ পেলে, জাতির ভবিষ্যৎ বদলে দেয়: প্রথম বক্তৃতায় জাইমা

ভালুকায় মহাসড়কের পাশে কার্টুনে মিলল নবজাতকের মরদেহ

আপডেট সময় ১২:১০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে কার্টুনের ভেতর ফেলে রাখা অবস্থায় এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার হাজিরবাজার এলাকায় মহাসড়কের পাশে একটি কার্টুন পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে তারা কার্টুনের ভেতরে একটি নবজাতক শিশুকে দেখতে পান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নবজাতক শিশুটিকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনার কিছু সময় আগে দুইজন অপরিচিত যুবক একটি মোটরসাইকেলে করে এসে মহাসড়কের পাশে একটি কার্টুন ছুঁড়ে ফেলে দ্রুত স্থান ত্যাগ করে। বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হয়েছে। তাদের ধারণা, কার্টুনটি ফেলে দেওয়ার সময় নবজাতকটি জীবিত ছিল।

 

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা নবজাতক শিশুটিকে কার্টুনের মধ্যে ভরে মহাসড়কের পাশে ফেলে রেখে চলে যায়। তবে নবজাতকটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

 

এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতককে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শিশুটিকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।