চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ১ হাজার ৬৩ জন শিক্ষার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৪৭৪ জন এবং হল সংসদের জন্য সংগ্রহ করেছেন ৫৮৯ জন। তবে ভিপি, জিএস ও এজিএস পদে কতজন শিক্ষার্থী মনোনয়ন নিয়েছেন তা এখনও জানানো হয়নি।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় চাকসু নির্বাচন কমিশনের অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী।তিনি বলেন, প্রথম দুইদিন মনোনয়ন সংগ্রহে শিক্ষার্থীদের আগ্রহ তুলনামূলক কম থাকলেও শেষ দিনে ব্যাপক সাড়া পাওয়া গেছে। শিক্ষার্থীদের সুবিধার্থে সময়ও বাড়ানো হয়েছিল। উৎসবমুখর পরিবেশে মনোনয়ন সংগ্রহ সম্পন্ন হওয়ায় আমরা আনন্দিত।মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে মনোনয়নপত্র বিতরণ চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। যদিও নির্ধারিত সময় ছিল বিকেল সাড়ে ৩টা, তবে শিক্ষার্থীদের ভিড় বিবেচনায় কমিশন সময় বাড়িয়ে দেয়।এদিকে দুপুরে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের বিভিন্ন পদে মনোনয়ন প্রত্যাশী শাখা ছাত্রদলের নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে গত রোববার ও সোমবার পৃথক সময়ে পৃথকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখা যায় সংগঠনটির নেতাকর্মীদের।মনোনয়নপত্র গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আমরা চাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমাদের প্যানেল বা জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর আমরা সবাইকে জানিয়ে দেব।ইসলামী ছাত্রশিবিরও পূর্নাঙ্গ প্যানেলের জন্য মনোনয়ন সংগ্রহ করেছে। তবে কে কোন পদে এবং প্যানেলের নাম কি হবে তা তারা জানাননি। আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন করে এসব জানানো হতে পারে। এ প্রসঙ্গে চবি ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, আমাদের ইসলামী ছাত্রশিবির সমর্থিত যে প্যানেল হবে, সেই প্যানেলের সকল প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছে। আমাদের প্যানেলে সকল ধরনের অংশীজন থাকবে। চাকসুতে যে পদগুলো রয়েছে, সেই পদগুলো দায়িত্ব পালন করার মতো যোগ্য ব্যক্তিদের নিয়ে প্যানেল গঠন করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে কোনো প্যানেল দেবে না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। তবে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, চাইলে ব্যক্তিগতভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বাগছাস চবি শাখার সদস্য সচিব আল মাশনূন। তিনি বলেন, আমরা রাজনৈতিকভাবে চাকসুতে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে কোনো প্রার্থী স্বতন্ত্রভাবে অংশ নিতে চাইলে নিতে পারবেন। চাকসু ফর রেপিড চ্যাঞ্জ প্যানেলে এককভাবে নির্বাচন অংশ নিচ্ছে ছাত্র অধিকার পরিষদ। তবে কে কোন পদে নির্বাচন করবে, সেটা এখনো চূড়ান্ত করতে পারেনি সংগঠনটি। সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলে এককভাবে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এই প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করবে শাখা ইসলামী ছাত্র আন্দোলন সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান রবিন ও জিএস পদে বর্তমান শাখা সভাপতি আবদুর রহমান। মাহফুজুর রহমান ও রশিদ দিনারের নেতৃত্বে একটি স্বতন্ত্র প্যানেল কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। আগামীকাল বুধবার প্যানেলের নামসহ প্রার্থীদের নাম জানানো হবে। দ্রোহ পর্ষদ প্যানেলে নির্বাচন করছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। এই প্যানেলে ভিপি পদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ঋজু লক্ষ্মী অবরোধ, জিএস পদে শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন আহমেদ, এজিএস পদে ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক শেখ জুনায়েদ কবির নির্বাচন করবেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। সংগঠনটি ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ নামের একটি প্যানেল থেকে প্রীতিলতা হলে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ছাত্রী সংস্থার নেত্রীবৃন্দ হল সংসদের ১২টি পদে মনোনয়ন সংগ্রহ করেন। চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে ভোটগ্রহণ।
চাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে ১০৬৩ শিক্ষার্থী
-
ডেস্ক রিপোর্টঃ
- আপডেট সময় ০৯:৫০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- ৫১৬ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ