বগুড়ার নন্দীগ্রামে নন্দীগ্রাম ওলামা ত্বলাবা পরিষদের কমিটি গঠন গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ১৮ই সেপ্টেম্বর বেলা ১১টায় নন্দীগ্রাম পৌর শহরের দক্ষিণপাড়া মাদ্রাসা হলরুমে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ২নং সদর ইউনিয়নের ডেরাহার মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহাদাত হোসেন, মুফতি ওমর ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুফতি রফিকুল ইসলাম, মুফতি আব্দুর রাজ্জাক, মুহাদ্দিস মুফতি আনোয়ার শেখ, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা শাহাদত হোসেন, মাওলানা সোলাইমান, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা ইলিয়াস, মাওলানা মুকুল, মুফতি শহিদুল্লাহ, মাওলানা আরিফুল ইসলাম, আশরাফ আলী, মাওলানা সাঈদুল ইসলাম, মাওলানা ইমরান হোসেন, মাওলানা জোবায়ের হোসেন, মাওলানা মাহমুদ, মাওলানা ইমন, মাওলানা রিমন, মুফতি আব্দুল হালিম, মাওলানা মনির, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা আব্দুল মতিন, মাওলানা আবু হুরায়রা, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মুফতি ফারহাদ, মাওলানা জাকারিয়া, মাওলানা কাউসার, মাওলানা মুসা প্রায় শতাধিক স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। পরে উক্ত সভায় সর্বসম্মতিক্রমে বগুড়া শিববাটি মাদ্রাসার মুহতামিম মুফতি রফিকুল ইসলামকে সভাপতি, নন্দীগ্রাম মানারাতুল উলুম মহিলা মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুর রাজ্জাককে সহ-সভাপতি, বগুড়া চক সুত্রাপুর মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আনোয়ার শেখকে সেক্রেটারী, নন্দীগ্রাম দক্ষিণপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুমিনকে সাংগঠনিক করে আগামী ৩ বছরের জন্য নন্দীগ্রাম উপজেলা ওলামা ত্বলাবা পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।