বিএনপিকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, কেউ কেউ আবার নব্য ফ্যাসিবাদী আচরণের চেষ্টা চালাচ্ছে। দিল্লিতে বৃষ্টি পড়লে এ দেশে ছাতা ধরার চেষ্টা করছে। দিল্লি বা বিদেশি প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে। দেশের মানুষ এসব ষড়যন্ত্র মেনে নেবে না, ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।শুক্রবার রাজধানীর ধোলাইখাল ট্রাকস্ট্যান্ডে ঢাকা-৬ আসনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, আমরা যেন আর কখনো খুনি ও চাঁদাবাজদের সহযোগী না হই। ৫ আগস্টের পর যে সুযোগ তৈরি হয়েছে, তাকে কাজে লাগাই।গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম প্রমুখ। ঢাকা-৬ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে সূত্রাপুর থানার সভাপতি মো. মানোয়ার খানকে পরিচয় করিয়ে দেন দলটির আমির। এর পর রাজধানীর মেরুল বাড্ডা ইউলুপ সড়কে ঢাকা-১১ আসনে আয়োজিত গণসমাবেশ করেন চরমোনাই পীর। সেখান তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। আওয়ামী শাসনামলের খুন, গুম, ধর্ষণ, দুর্নীতি ও লুটতরাজের জন্য তাদের সহযোগী ১৪ দলের বিচার করতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার দ্রুত শেষ করতে হবে। অন্যথায় ইতিহাসে বর্তমান সরকারও মীরজাফরের তালিকায় থাকবে।
দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে: চরমোনাই পীর
-
ডেস্ক রিপোর্টঃ
- আপডেট সময় ১০:৫৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- ৫১৬ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ