ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন করে কর্মসূচিতে যাচ্ছে জামায়াত-ইসলামী আন্দোলনসহ ৫ দল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৬২৫ বার পড়া হয়েছে

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ বিভিন্ন দাবিতে আবারও ১২ দিনের নতুন কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫টি রাজনৈতিক দল। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে দলগুলো তাদের কর্মসূচি ঘোষণা করবে।আর বাংলাদেশ খেলাফত মজলিস সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে।এর আগে ঢাকাসহ সারা দেশে তিন দিনের অভিন্ন কর্মসূচি পালন করেছে এসব দল। তার মধ্যে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ; ছয় দফা দাবিতে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস কর্মসূচি পালন করেছে। অক্টোবরের প্রথমার্ধে শুরু হতে যাওয়া নতুন কর্মসূচিতে সেমিনার, মতবিনিময়, গণসংযোগসহ বিক্ষোভের কর্মসূচি আসতে পারে বলে জানা গেছে।রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দফায় দফায় আলোচনার পরও জুলাই জাতীয় সনদ নিয়ে জটিলতা কাটেনি। মূলত জুলাই সনদ ঘোষণার চেয়ে তা বাস্তবায়ন পদ্ধতি নিয়েই বেশি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর বাস্তবায়ন নিয়ে মতবিরোধ ও জটিলতা রয়ে গেছে।এরই মধ্যে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের কয়েক দফা আলোচনা হয়েছে। কিন্তু জটিলতা কাটেনি। তবে জুলাই সনদ চূড়ান্ত করার শেষ পর্যায়ে রয়েছে। এমন অবস্থার মধ্যেই তিন দিনের কর্মসূচি পালন করেছে সাতটি রাজনৈতিক দল।জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, তাদের পূর্বঘোষিত দাবি আদায়ে আজ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ জানান, পিআরসহ পাঁচ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফার কর্মসূচি ও কৌশলগত অবস্থান তুলে ধরতে আজ সকালে সংবাদ সম্মেলন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়কারী হাসান জুনাইদ জানান, তাদের পূর্বঘোষিত দাবি আদায়ে আজ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে চাঁদ খোসাল মসজিদের বাক্সে ৯ লাখ টাকা

নতুন করে কর্মসূচিতে যাচ্ছে জামায়াত-ইসলামী আন্দোলনসহ ৫ দল

আপডেট সময় ০৮:৫৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ বিভিন্ন দাবিতে আবারও ১২ দিনের নতুন কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫টি রাজনৈতিক দল। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে দলগুলো তাদের কর্মসূচি ঘোষণা করবে।আর বাংলাদেশ খেলাফত মজলিস সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে।এর আগে ঢাকাসহ সারা দেশে তিন দিনের অভিন্ন কর্মসূচি পালন করেছে এসব দল। তার মধ্যে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ; ছয় দফা দাবিতে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস কর্মসূচি পালন করেছে। অক্টোবরের প্রথমার্ধে শুরু হতে যাওয়া নতুন কর্মসূচিতে সেমিনার, মতবিনিময়, গণসংযোগসহ বিক্ষোভের কর্মসূচি আসতে পারে বলে জানা গেছে।রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দফায় দফায় আলোচনার পরও জুলাই জাতীয় সনদ নিয়ে জটিলতা কাটেনি। মূলত জুলাই সনদ ঘোষণার চেয়ে তা বাস্তবায়ন পদ্ধতি নিয়েই বেশি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর বাস্তবায়ন নিয়ে মতবিরোধ ও জটিলতা রয়ে গেছে।এরই মধ্যে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের কয়েক দফা আলোচনা হয়েছে। কিন্তু জটিলতা কাটেনি। তবে জুলাই সনদ চূড়ান্ত করার শেষ পর্যায়ে রয়েছে। এমন অবস্থার মধ্যেই তিন দিনের কর্মসূচি পালন করেছে সাতটি রাজনৈতিক দল।জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, তাদের পূর্বঘোষিত দাবি আদায়ে আজ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ জানান, পিআরসহ পাঁচ দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় দফার কর্মসূচি ও কৌশলগত অবস্থান তুলে ধরতে আজ সকালে সংবাদ সম্মেলন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়কারী হাসান জুনাইদ জানান, তাদের পূর্বঘোষিত দাবি আদায়ে আজ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।