আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে শুরু হয়েছে নির্বাচনী উচ্ছ্বাস ও সরব রাজনৈতিক তৎপরতা। বগুড়া জেলা বিএনপি’র (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন তারেক রহমানের উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা হাতে নিয়ে শহর থেকে গ্রাম— সর্বত্র ছুটে চলেছেন জনগণের দ্বারে দ্বারে।
শনিবার (১ নভেম্বর) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উঠান বৈঠক, গণসংযোগ ও মতবিনিময় সভা করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের হাতে তুলে দেন বিএনপির নতুন রাষ্ট্র মেরামতের রূপরেখা ও দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে ভোট প্রার্থনা করেন।
উঠান বৈঠকে স্থানীয় নারী-পুরুষ ও তরুণদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। তরুণদের মধ্যে নির্বাচনী উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকে বলেন, “১৭ বছর পর আমরা ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছি। এবার বাধা-বিপত্তি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে বিএনপিকে বিজয়ী করেই ঘরে ফিরব।”
প্রচারণাকালে মোশারফ হোসেন বলেন, “এই দেশের রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে। তারেক রহমানের ৩১ দফা রূপরেখা দেশের মুক্তি ও পুনর্গঠনের পথনির্দেশ। আমরা সেই বার্তা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।” বিগত ১৭টি বছর স্বৈরাচার ক্ষমতায় থাকাকালীন সময়ে তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সারা বাংলাদেশে তরুণদের মুখে একটাই কথা “বিএনপি মানেই ধানের শীষ আর ধানের শীষ মানেই বাংলাদেশ”। জাতীয় সংসদ নির্বাচনে তরুণরা এবার ধানের শেষের বিজয় করেই তবে ঘরে ফিরবে। এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মীরা সহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
“নন্দীগ্রামের প্রতিটি গ্রামে এখন নির্বাচনী উচ্ছ্বাস। তরুণরা আবার রাজনীতিতে ফিরে এসেছে ধানের শীষের পতাকাতলে।” নির্বাচন ঘনিয়ে আসায় প্রতিদিনই নন্দীগ্রামের বিভিন্ন গ্রামে বিএনপি নেতাদের প্রচারণা, পোস্টারিং, উঠান বৈঠক ও গণসংযোগে নতুন গতি এসেছে। গ্রামীণ জনপদে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ধানের শীষ ও ৩১ দফা রূপরেখা।

















