ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিচ থেকে উঠে আসা নেতা হবো”–হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারে পথসভায় জনসংযোগে

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তিনি রাজমিস্ত্রির ছেলে এবং সাধারণ খেটেখাওয়া মানুষদের প্রতিনিধিত্ব করতে আসছেন। তিনি বলেন, “আমার বড় কোনো বংশ পরিচয় নেই, বিদেশে পড়াশোনা করিনি, ঘি খেয়ে বড় হইনি। ইস্ত্রি করা পাঞ্জাবি পরে ফটো তুলতে আসিনি। আমি যারা পরিশ্রম করে রোজগার করেন, তাদের প্রতিনিধি হিসেবে আসছি।”

মঙ্গলবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১২নং ভানী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীক নিয়ে পথসভা এবং পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আরও বলেন, “অন্যান্য নেতারা ওপর থেকে নিচে আসে, আর আমি নিচ থেকে আপনাদের লেভেল হতে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমার বাবা রাজমিস্ত্রির কাজ করেছেন। আপনাদের মতো কৃষিজীবী ও শ্রমজীবী পরিবার থেকে আমি উঠে এসেছি।”

তিনি সাধারণ নেতাদের সমালোচনা করে বলেন, “যারা নেতা বানায়, তারা তাদের মানুষ মনে করে না। খেটেখাওয়া মানুষদের তারা নিচুশ্রেণির মানুষ মনে করে। স্টেজে নেতার চেয়ার বড়, ভোটারদের জন্য প্লাস্টিকের চেয়ার। এবার আপনারা চাইলে প্লাস্টিকের চেয়ার থেকেই নেতা বানাতে পারেন।”

হাসনাত বলেন, “এবার আমাদের লড়াই হবে উপরের স্তর বনাম নিচের স্তর। আমাদের মতো রাজমিস্ত্রির পোলাপান, কৃষক ও শ্রমিকের পোলাপানদের সঙ্গে লড়াই হবে উপরের লেভেলের নেতাদের। নির্বাচনের সময় তারা নিচে আসে, নির্বাচন শেষ হলে আবার উপরে চলে যায়। তাদের সঙ্গেই আগামী ভোট হবে।”

এদিন খাদঘর থেকে শুরু করে সূর্যপুর বাজার, ফুলতলী বাজার, সাহারপাড়, সাইতলা বাজার, বরাট স্টেশন, ভানী দক্ষিণপাড়া ও খিরাইকান্দি এলাকার অলিগলিতে পদযাত্রা ও পথসভা করেন হাসনাত। অনুষ্ঠানে বিপুলসংখ্যক এনসিপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।


 

জনপ্রিয় সংবাদ

জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ায় এবি পার্টির সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন মঞ্জু

নিচ থেকে উঠে আসা নেতা হবো”–হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারে পথসভায় জনসংযোগে

আপডেট সময় ০৭:২৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তিনি রাজমিস্ত্রির ছেলে এবং সাধারণ খেটেখাওয়া মানুষদের প্রতিনিধিত্ব করতে আসছেন। তিনি বলেন, “আমার বড় কোনো বংশ পরিচয় নেই, বিদেশে পড়াশোনা করিনি, ঘি খেয়ে বড় হইনি। ইস্ত্রি করা পাঞ্জাবি পরে ফটো তুলতে আসিনি। আমি যারা পরিশ্রম করে রোজগার করেন, তাদের প্রতিনিধি হিসেবে আসছি।”

মঙ্গলবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১২নং ভানী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীক নিয়ে পথসভা এবং পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আরও বলেন, “অন্যান্য নেতারা ওপর থেকে নিচে আসে, আর আমি নিচ থেকে আপনাদের লেভেল হতে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমার বাবা রাজমিস্ত্রির কাজ করেছেন। আপনাদের মতো কৃষিজীবী ও শ্রমজীবী পরিবার থেকে আমি উঠে এসেছি।”

তিনি সাধারণ নেতাদের সমালোচনা করে বলেন, “যারা নেতা বানায়, তারা তাদের মানুষ মনে করে না। খেটেখাওয়া মানুষদের তারা নিচুশ্রেণির মানুষ মনে করে। স্টেজে নেতার চেয়ার বড়, ভোটারদের জন্য প্লাস্টিকের চেয়ার। এবার আপনারা চাইলে প্লাস্টিকের চেয়ার থেকেই নেতা বানাতে পারেন।”

হাসনাত বলেন, “এবার আমাদের লড়াই হবে উপরের স্তর বনাম নিচের স্তর। আমাদের মতো রাজমিস্ত্রির পোলাপান, কৃষক ও শ্রমিকের পোলাপানদের সঙ্গে লড়াই হবে উপরের লেভেলের নেতাদের। নির্বাচনের সময় তারা নিচে আসে, নির্বাচন শেষ হলে আবার উপরে চলে যায়। তাদের সঙ্গেই আগামী ভোট হবে।”

এদিন খাদঘর থেকে শুরু করে সূর্যপুর বাজার, ফুলতলী বাজার, সাহারপাড়, সাইতলা বাজার, বরাট স্টেশন, ভানী দক্ষিণপাড়া ও খিরাইকান্দি এলাকার অলিগলিতে পদযাত্রা ও পথসভা করেন হাসনাত। অনুষ্ঠানে বিপুলসংখ্যক এনসিপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।