ঢাকা ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে শতাধিক মানুষ বিএনপিতে যোগদান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৫৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ধারার মানুষ একযোগে বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে পানছড়ি বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, জাকের পার্টি এবং স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর শতাধিক নারী-পুরুষ বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ঘোষণা দেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও দলীয় মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার হাতে প্রতীকী ধানের শীষ তুলে দিয়ে নবাগতরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। তাদের শুভ আগমনকে স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপি সব ধর্ম, বর্ণ ও মতের মানুষের নিরাপত্তায় বিশ্বাসী দল। আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে অতীতের চেয়ে আরও বেশি উন্নয়ন নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে যোগদানের মধ্য দিয়ে এলাকায় বিএনপির রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হলো বলে মন্তব্য করেছেন নেতারা।

জনপ্রিয় সংবাদ

জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ায় এবি পার্টির সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন মঞ্জু

খাগড়াছড়িতে শতাধিক মানুষ বিএনপিতে যোগদান

আপডেট সময় ০৮:৫৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ধারার মানুষ একযোগে বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে পানছড়ি বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতে ইসলামী, জাকের পার্টি এবং স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর শতাধিক নারী-পুরুষ বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ঘোষণা দেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও দলীয় মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার হাতে প্রতীকী ধানের শীষ তুলে দিয়ে নবাগতরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। তাদের শুভ আগমনকে স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপি সব ধর্ম, বর্ণ ও মতের মানুষের নিরাপত্তায় বিশ্বাসী দল। আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে অতীতের চেয়ে আরও বেশি উন্নয়ন নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে যোগদানের মধ্য দিয়ে এলাকায় বিএনপির রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হলো বলে মন্তব্য করেছেন নেতারা।