ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমরা মদিনার ইসলামই কায়েম করতে চাই: মুজিবুর রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ৫৪১ বার পড়া হয়েছে

ইসলাম ক্ষমতায় গেলে মানুষ-রচিত সংবিধান বাতিল হবে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবর রহমান। তিনি বলেন, “আমরা মানবরচিত আইনের সংবিধান দেখতে চাই না। মদিনার ইসলাম কায়েম করতে চাই। সংস্কারের মাধ্যমে সংবিধান থেকে ইসলামবিরোধী ধারা বাতিল করতে চাই।”

মঙ্গলবার বরিশালে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে ইসলামী সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মুজিবর রহমান আরও দাবি করেন, ৫৪ বছরে সংসদে কুরআনভিত্তিক কোনো আইন পাস হয়নি এবং ইসলাম রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে মানুষের লেখা সংবিধান চলবে না।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণআন্দোলনের মুখে দেশ ছাড়তে হয়েছে—এ মন্তব্য তুলে ধরে তিনি সতর্ক করেন, বর্তমান রাজনৈতিক নেতৃত্ব জনগণের মনোভাব বিবেচনায় না নিলে একই পরিণতি ভোগ করতে হতে পারে। তিনি বলেন, নির্বাচন নিয়ে আর ‘ছিনিমিনি’ করার সুযোগ নেই।

চরমোনাই পীর দাবি করেন, আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টির শাসনে দেশ শান্তি পায়নি। জনগণ এখন ইসলামী শাসন দেখতে চায়। তার বক্তব্য অনুযায়ী, ইসলামী হুকুমতে দেশে চাঁদাবাজি, দুর্নীতি, গুণ্ডামি থাকবে না এবং কোনো মায়ের কোল খালি হবে না।

সমাবেশে শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বী স্বাধীনভাবে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করতে পারবে। তিনি জানান, ইসলামী ব্যবস্থায় বৈষম্য থাকবে না—“খেয়ে থাকলে সবাই খাবে, না খেলে সবাই না খেয়ে থাকবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনসহ সমমনা আট দলের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য দেন।

সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বরিশালের বেলস্ পার্ক ময়দান কানায় কানায় ভরে ওঠে। জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে সমর্থকদের ঢল নামে। নেতারা আশা প্রকাশ করেন, এ সমাবেশ সামনের দিনে ‘নতুন অধ্যায়ের সূচনা’ করবে।

জনপ্রিয় সংবাদ

মুন্সির আসনে আ.লীগের ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদানে সমালোচনার ঝড়

আমরা মদিনার ইসলামই কায়েম করতে চাই: মুজিবুর রহমান

আপডেট সময় ১০:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

ইসলাম ক্ষমতায় গেলে মানুষ-রচিত সংবিধান বাতিল হবে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবর রহমান। তিনি বলেন, “আমরা মানবরচিত আইনের সংবিধান দেখতে চাই না। মদিনার ইসলাম কায়েম করতে চাই। সংস্কারের মাধ্যমে সংবিধান থেকে ইসলামবিরোধী ধারা বাতিল করতে চাই।”

মঙ্গলবার বরিশালে জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে ইসলামী সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মুজিবর রহমান আরও দাবি করেন, ৫৪ বছরে সংসদে কুরআনভিত্তিক কোনো আইন পাস হয়নি এবং ইসলাম রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে মানুষের লেখা সংবিধান চলবে না।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণআন্দোলনের মুখে দেশ ছাড়তে হয়েছে—এ মন্তব্য তুলে ধরে তিনি সতর্ক করেন, বর্তমান রাজনৈতিক নেতৃত্ব জনগণের মনোভাব বিবেচনায় না নিলে একই পরিণতি ভোগ করতে হতে পারে। তিনি বলেন, নির্বাচন নিয়ে আর ‘ছিনিমিনি’ করার সুযোগ নেই।

চরমোনাই পীর দাবি করেন, আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টির শাসনে দেশ শান্তি পায়নি। জনগণ এখন ইসলামী শাসন দেখতে চায়। তার বক্তব্য অনুযায়ী, ইসলামী হুকুমতে দেশে চাঁদাবাজি, দুর্নীতি, গুণ্ডামি থাকবে না এবং কোনো মায়ের কোল খালি হবে না।

সমাবেশে শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বী স্বাধীনভাবে বসবাস ও ব্যবসা-বাণিজ্য করতে পারবে। তিনি জানান, ইসলামী ব্যবস্থায় বৈষম্য থাকবে না—“খেয়ে থাকলে সবাই খাবে, না খেলে সবাই না খেয়ে থাকবে।”

ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনসহ সমমনা আট দলের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য দেন।

সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বরিশালের বেলস্ পার্ক ময়দান কানায় কানায় ভরে ওঠে। জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে সমর্থকদের ঢল নামে। নেতারা আশা প্রকাশ করেন, এ সমাবেশ সামনের দিনে ‘নতুন অধ্যায়ের সূচনা’ করবে।