বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে কোনো দুর্নীতি থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম। তার দাবি, “বাংলাদেশ দরিদ্র দেশ নয়; দুর্নীতি করে এ দেশকে দরিদ্র করে রাখা হয়েছে।”
মঙ্গলবার (২ ডিসেম্বর) শহীদ আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও শহীদ আবদুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে ফরিদপুরের অম্বিকা মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ টি এম আজহারুল ইসলাম বলেন, যারা নিজেদের ‘স্বাধীনতার স্বপক্ষের শক্তি’ দাবি করেছে, তারা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছে। তার ভাষ্য, প্রকৃত দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালায় না। তিনি অভিযোগ করেন, সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে এক পয়সার দুর্নীতির অভিযোগও প্রতিষ্ঠিত হয়নি।
তিনি বলেন, ১৯৪৭ পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বাংলাদেশ সত্যিকারের স্বাধীনতা পায়নি—কেবল ভৌগোলিক স্বাধীনতা পেয়েছে। তথাকথিত স্বাধীনতার স্বপক্ষের শক্তির দুর্নীতিই দেশকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে বলে দাবি করেন তিনি।
নারীদের ভূমিকা নিয়ে প্রচলিত সমালোচনার জবাবে এ টি এম আজহার বলেন, জামায়াত ক্ষমতায় এলে নারীদের ঘরে আবদ্ধ রাখবে—এ দাবি অসত্য। ‘নারীরা ঘরের বাইরে নানাভাবে দায়িত্ব পালন করছেন,’ উল্লেখ করে তিনি বলেন, জামায়াত নারীদের ভূমিকার প্রতি সম্মানজনক অবস্থান রাখে।
সমাবেশে ফরিদপুর-১, ২, ৩ ও ৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় তুলে ধরেন এ টি এম আজহারুল ইসলাম।
ফরিদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বদর উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















