ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জেলা জামায়াত আয়োজিত গণসমাবেশে দলটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম দাবি করেছেন যে দেশে এখন ‘গণজোয়ার’ সৃষ্টি হয়েছে এবং এ জোয়ার ঠেকাতে বিভিন্ন মহল আবোলতাবোল বক্তব্য দিচ্ছে, এমনকি হামলার পথও বেছে নিচ্ছে। তবে হামলা বা ভয়ভীতি প্রদর্শন করে জামায়াতকে স্তব্ধ করা সম্ভব নয় বলে তিনি স্পষ্ট করে জানান।
মঙ্গলবার বেলা তিনটার দিকে অনুষ্ঠিত এ গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের সমালোচনা করে বলেন, যারা নিজেদের ‘দেশের পক্ষের শক্তি’ ও ‘স্বাধীনতার পক্ষের দল’ বলে পরিচয় দেয়, তারা আজ দেশ–জনগণকে অনিরাপদ রেখে পাশের দেশে আশ্রয় নিয়েছে। তিনি অভিযোগ করেন, সেখান থেকে আন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করা হচ্ছে। জনগণকে ছেড়ে যারা পালিয়ে যায়, তারা দেশের পক্ষের শক্তি হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
নারীর স্বাধীনতা ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে জামায়াতবিরোধী প্রচারণা প্রসঙ্গে এ টি এম আজহারুল ইসলাম বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীর স্বাধীনতা থাকবে না এবং হিন্দুদের ওপর নির্যাতন হবে—এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি দাবি করেন, জামায়াত নারীকে কেবল ‘শালীনভাবে চলতে’ পরামর্শ দেয়, কিন্তু নারীবিদ্বেষী নয়। সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ২০২৫ সালে দেশে দুর্গাপূজার কোনো মণ্ডপে হামলা বা মূর্তি ভাঙার ঘটনা ঘটেনি। তাই জামায়াত ক্ষমতায় এলে সব ধর্মের মানুষই নিরাপদ থাকবে।
ফরিদপুর জেলার চারটি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, শহীদের রক্তের মর্যাদা রাখতে হলে এসব প্রার্থীকে বিজয়ী করা প্রয়োজন। ইনশাল্লাহ জনগণ সেই দায়িত্ব পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মুহাম্মদ বদর। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসাইনসহ ফরিদপুর–১, ২, ৩ ও ৪ আসনের চার প্রার্থী—মো. ইলিয়াস মোল্লা, সোহরাব হোসাইন, আব্দুত তাওয়াব ও মো. সরোয়ার হোসাইন।




















