বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায়, তাঁর প্রত্যাবর্তন ঘিরে সব প্রস্তুতি প্রায় শেষ। এদিকে তাঁর সঙ্গে আদরের পোষা বিড়াল ‘জিবু’ কী দেশে ফিরবে—তা নিয়েও নেটিজেনদের মাঝে দারুণ আলোচনা চলছে।
তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আলোচিত বিলাতি বিড়াল ‘জিবু’র জন্য ইতোমধ্যেই পাসপোর্ট ও প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন করা হয়েছে। এতে পরিষ্কার যে, তিনি পরিবারসহই দেশে ফিরছেন এবং সঙ্গে আনছেন পরিবারের প্রিয় সদস্য জিবুকেও।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময়ে তারেক রহমানকে বিড়ালের সঙ্গে দেখা গেছে। ব্যস্ততার মাঝেও প্রাণীর প্রতি তাঁর ভালোবাসা ও যত্ন বহুবার ভাইরাল হয়েছে এবং প্রশংসাও কুড়িয়েছে। দলীয় নেতাকর্মী এবং নেটিজেনদের কাছে বিড়ালটি এখন এক পরিচিত চরিত্র।
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান জানান, বিড়ালটি মূলত তাঁর মেয়ের। তবে এখন এটি পুরো পরিবারেরই হয়ে গেছে এবং সবাই তাকে অত্যন্ত আদর করেন। বিড়ালের নাম ‘জিবু’ বলেও তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেন।
ধর্মীয় ও মানবিক দৃষ্টিকোণ থেকেও প্রাণীর প্রতি যত্ন নেওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি। তারেক রহমান বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে বানিয়েছেন, তাই প্রাণী ও প্রকৃতির যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে মানুষের জীবনও বিপর্যস্ত হয় বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে তাঁর ‘জিবু’কে ঘিরে এমন আলোচনাও রাজনৈতিক অঙ্গনে ও সোশ্যাল মিডিয়ায় নতুন রঙ যোগ করেছে।



















