জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা পেলেও সেই লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তার ভাষায়, সামনে রয়েছে আরেকটি যুদ্ধ—দেশে কোরআনের আইন প্রতিষ্ঠার যুদ্ধ।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে আট দলের বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম যেমন প্রাণ দিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শেই লড়াই চালিয়ে যেতে হবে। সমাবেশস্থলে উপস্থিত জনতাকে উদ্দেশ করে তিনি বলেন—আল্লাহর কাছে অঙ্গীকার করুন, বাংলাদেশের মাটিতে কোরআনের আইন প্রতিষ্ঠায় আমরা যুদ্ধ করব, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, মানুষের কল্যাণই রাজনৈতিক কর্মকাণ্ডের মূল লক্ষ্য হওয়া উচিত। ব্যক্তিস্বার্থ, চাঁদাবাজি, দুর্নীতি বা ক্ষমতালোভী রাজনীতি আখিরাতে কোনো সুফল বয়ে আনবে না। গত ৫৪ বছরে এ দেশের কোনো সরকারই জনগণের প্রকৃত কল্যাণে কাজ করেনি বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আট দল দুনিয়ার কল্যাণের পাশাপাশি আখিরাতের কল্যাণেও কাজ করতে চায়। আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য জীবন বিলিয়ে দিতে প্রস্তুত থাকার কথাও তিনি তুলে ধরেন।




















