ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনা আমাকে হত্যার জন্য গুম করেছিল: নির্বাচনি গণসংযোগে সালাহউদ্দিন আহমদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:১৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেছেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে হত্যা করার উদ্দেশ্যে গুম করেছিলো। আল্লাহর হুকুমে আমি বেঁচে ফিরেছি, আপনাদের দোয়ার বরকতেই সেটা সম্ভব হয়েছে। এই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে, ফ্যাসিবাদ নিপাত হয়েছে। আওয়ামী বাকশালি গোষ্ঠী দেশ ছেড়ে পালিয়েছে।”

বুধবার দুপুরে বারবাকিয়া ও শিলখালী ইউনিয়নের নির্বাচনি গণসংযোগ শেষে টৈটংয়ের পথসভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পথসভায় উপস্থিত ছিলেন তার স্ত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, টৈটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার জয়নাল আবেদীনসহ দলীয় নেতাকর্মীরা।

টৈটংয়ের পথসভা শেষে সালাহউদ্দিন আহমদ রাজাখালী, মগনামা ও উজানটিয়া ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নেন এবং ধানের শীষে ভোট চান।

তার প্রেস সচিব ছফওয়ানুল করিম জানান, ৭ ডিসেম্বর পর্যন্ত তিনি চকরিয়া–পেকুয়ায় গণসংযোগ, পথসভা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রচারণা চালাবেন।

বুধবার সকালে মা–বাবার কবর জিয়ারতের পর তিনি পেকুয়া, শিলখালী, বারবাকিয়া, টৈটং, রাজাখালী, মগনামা ও উজানটিয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ পরিচালনা করেন।


 

জনপ্রিয় সংবাদ

পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতার সেলফি, সমালোচনার ঝড়

হাসিনা আমাকে হত্যার জন্য গুম করেছিল: নির্বাচনি গণসংযোগে সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ০৬:১৫:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেছেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে হত্যা করার উদ্দেশ্যে গুম করেছিলো। আল্লাহর হুকুমে আমি বেঁচে ফিরেছি, আপনাদের দোয়ার বরকতেই সেটা সম্ভব হয়েছে। এই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে, ফ্যাসিবাদ নিপাত হয়েছে। আওয়ামী বাকশালি গোষ্ঠী দেশ ছেড়ে পালিয়েছে।”

বুধবার দুপুরে বারবাকিয়া ও শিলখালী ইউনিয়নের নির্বাচনি গণসংযোগ শেষে টৈটংয়ের পথসভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পথসভায় উপস্থিত ছিলেন তার স্ত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, টৈটং ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার জয়নাল আবেদীনসহ দলীয় নেতাকর্মীরা।

টৈটংয়ের পথসভা শেষে সালাহউদ্দিন আহমদ রাজাখালী, মগনামা ও উজানটিয়া ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নেন এবং ধানের শীষে ভোট চান।

তার প্রেস সচিব ছফওয়ানুল করিম জানান, ৭ ডিসেম্বর পর্যন্ত তিনি চকরিয়া–পেকুয়ায় গণসংযোগ, পথসভা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রচারণা চালাবেন।

বুধবার সকালে মা–বাবার কবর জিয়ারতের পর তিনি পেকুয়া, শিলখালী, বারবাকিয়া, টৈটং, রাজাখালী, মগনামা ও উজানটিয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ পরিচালনা করেন।