ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইসির নিবন্ধন সার্টিফিকেট এনসিপির হাতে, প্রতীক ‘শাপলা কলি’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৪৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (৩ ডিসেম্বর) বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ সনদ গ্রহণ করেন। দলটির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক।

নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ শেষে নাহিদ ইসলাম বলেন, নিবন্ধন প্রক্রিয়ার শুরু থেকেই কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা অক্লান্ত পরিশ্রম করেছেন। বহু চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে প্রতীক বরাদ্দ পাওয়ায় তিনি নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি জানান, শাপলা কলি প্রতীকে এনসিপি এবারের নির্বাচনে অংশ নেবে।

নাহিদ ইসলাম নির্বাচন সংক্রান্ত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীকে স্বাগত জানালেও এই সংস্কার বাতিলের জন্য বিভিন্ন পক্ষের চাপ সৃষ্টি ও আদালতে যাওয়ার প্রচেষ্টার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, একটি বিশেষ দল এক মার্কায় নির্বাচনের জন্য সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ দিচ্ছে এবং আদালতকে ব্যবহার করে সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করছে। এ বিষয়ে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি হলফনামায় প্রার্থীর তথ্য যাচাই-বাছাইয়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি অর্থ ব্যয়ের ক্ষেত্রে কঠোর নজরদারি ও কালো টাকা ছড়ালে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

ডিসি ও এসপি বদলি বিষয়েও মতামত দেয় এনসিপি। নাহিদ ইসলাম বলেন, এই বদলিতে রাজনৈতিক প্রভাব থাকে, যা নির্বাচনের ওপর প্রভাব ফেলতে পারে।

এ ছাড়া গণভোটের প্রশ্ন সঠিকভাবে প্রচার না হলে জনগণ ভুল তথ্য পেতে পারে বলে সতর্ক করে এনসিপি। অপতথ্যের বিস্তার রোধেও বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় ইসিকে।

জনপ্রিয় সংবাদ

পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতার সেলফি, সমালোচনার ঝড়

ইসির নিবন্ধন সার্টিফিকেট এনসিপির হাতে, প্রতীক ‘শাপলা কলি’

আপডেট সময় ০৭:৪৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (৩ ডিসেম্বর) বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ সনদ গ্রহণ করেন। দলটির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক।

নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ শেষে নাহিদ ইসলাম বলেন, নিবন্ধন প্রক্রিয়ার শুরু থেকেই কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা অক্লান্ত পরিশ্রম করেছেন। বহু চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে প্রতীক বরাদ্দ পাওয়ায় তিনি নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি জানান, শাপলা কলি প্রতীকে এনসিপি এবারের নির্বাচনে অংশ নেবে।

নাহিদ ইসলাম নির্বাচন সংক্রান্ত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীকে স্বাগত জানালেও এই সংস্কার বাতিলের জন্য বিভিন্ন পক্ষের চাপ সৃষ্টি ও আদালতে যাওয়ার প্রচেষ্টার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, একটি বিশেষ দল এক মার্কায় নির্বাচনের জন্য সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ দিচ্ছে এবং আদালতকে ব্যবহার করে সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করছে। এ বিষয়ে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি হলফনামায় প্রার্থীর তথ্য যাচাই-বাছাইয়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি অর্থ ব্যয়ের ক্ষেত্রে কঠোর নজরদারি ও কালো টাকা ছড়ালে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

ডিসি ও এসপি বদলি বিষয়েও মতামত দেয় এনসিপি। নাহিদ ইসলাম বলেন, এই বদলিতে রাজনৈতিক প্রভাব থাকে, যা নির্বাচনের ওপর প্রভাব ফেলতে পারে।

এ ছাড়া গণভোটের প্রশ্ন সঠিকভাবে প্রচার না হলে জনগণ ভুল তথ্য পেতে পারে বলে সতর্ক করে এনসিপি। অপতথ্যের বিস্তার রোধেও বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় ইসিকে।